গোপনে বিয়ে করলেন টলিউড অভিনেত্রী স্বীকৃতি

বিনোদন ডেস্ক
০৮ অক্টোবর ২০২৪, ১০:৪৮
শেয়ার :
গোপনে বিয়ে করলেন টলিউড অভিনেত্রী স্বীকৃতি

গোপনে বিয়ে করলেন টলিউড অভিনেত্রী স্বীকৃতি মজুমদার। বাঙালি রীতি অনুসারে গত মাসে বিয়ে হয় তার। চুপি চুপি গায়েহলুদ, মেহেদি, সঙ্গীত, রিসেপশন সব অনুষ্ঠানই করেন এই অভিনেত্রী । আর এ ঘটনা ঘটেছে গত মাসেই।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকার খবরে জানা যায়, স্বীকৃতির বরের নাম রাহুল। তিনি বিনোদন জগতের কেউ নন। স্বামী সম্পর্কে কিছু বলতে না চাওয়া এ অভিনেত্রী নিজের বিয়ে নিয়ে বলেন, ‘আমি এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাই না। ব্যক্তিগত জীবনটা একান্তই আমার ব্যক্তিগত। আমি কিছু বলতে চাই না। জানি না বিয়ের ছবিগুলো কিভাবে প্রকাশ্যে এলো।’

স্বীকৃতি তার বিয়েতে ফিউশন স্টাইলে সেজেছিলেন। বিয়ের ছবিতে সাদা শাড়ি আর লাল-গোলাপি মিশিয়ে ডিজাইন করা ব্লাউজ, সেই সঙ্গে ভারি গহনায় দেখা গেছে তাকে। এমনকি এ অভিনেত্রীকে মাথায় বাঙালিদের মতো থার্মোকল দিয়ে তৈরি মুকুট ও গাছ কৌটো হাতে বধূবেশে দেখা যায়। অপরদিকে পাগড়ি মাথায় বর রাহুল পরেছিলেন সাদা শেরওয়ানি।

এদিকে রিসেপশন অনুষ্ঠানের ছবিতে স্বীকৃতিকে অফ হোয়াইট গাউন ও রাহুলকে সাদা টাক্সিডোতে দেখা গিয়েছে।

উল্লেখ্য, ‘খেলাঘর’ সিরিয়ালে কাজ করে জনপ্রিয়তা পান স্বীকৃতি। এরপর ধারাবাহিক নাটক ‘মেয়েবেলা’ ও প্রসেনজিৎ চট্টোপাধ্যায় প্রযোজিত ধারাবাহিক ‘আলোর কোলে’তে ‘আলো’ চরিত্রে দেখা গিয়েছে তাকে।