পদার্থবিজ্ঞানে নোবেল জয়ীর নাম ঘোষণা আজ

আন্তর্জাতিক ডেস্ক
০৮ অক্টোবর ২০২৪, ০৯:৩৬
শেয়ার :
পদার্থবিজ্ঞানে নোবেল জয়ীর নাম ঘোষণা আজ

পদার্থবিজ্ঞানে নোবেলজয়ীর নাম ঘোষণা করা হবে আজ। সুইডেনের স্থানীয় সময় বেলা ১১টা ৪৫ মিনিট (বাংলাদেশ সময় বিকেল ৩টা ৪৫ মিনিটে) আজ মঙ্গলবার নাম ঘোষণা করবে রয়েল সুইডিশ একাডেমি।

পুরস্কার ঘোষণার সব তথ্য ‘নোবেলপ্রাইজ’ নামের ওয়েবসাইটে গিয়ে সরাসরি দেখা যাবে। এ বছরের নোবেল পুরস্কারের সব ঘোষণা nobelprize.org ও নোবেল পুরস্কার কমিটির ইউটিউব চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হচ্ছে।

প্রথা অনুযায়ী, অক্টোবরের প্রথম সোমবার হিসেবে ৭ অক্টোবর চিকিৎসাশাস্ত্রে নোবেল পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। যৌথভাবে এবার ২০২৪ সালের চিকিৎসাশাস্ত্রের নোবেল পুরস্কার জিতে নিয়েছেন দুই মার্কিন বিজ্ঞানী ভিক্টর অ্যামব্রোস ও গ্যারি রাভকান।

ক্যারোলিনস্কা ইনস্টিটিউটের নোবেল অ্যাসেম্বলি ‘মাইক্রোআরএনএ আবিষ্কার এবং পোস্ট-ট্রান্সক্রিপশনাল জিন নিয়ন্ত্রণে এর ভূমিকার জন্য’ তাদের এ পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।