মূর্তি ভাঙচুরের ঘটনায় যুবলীগকর্মী গ্রেপ্তার
পাবনার সুজানগরে দুর্গাপূজার মূর্তি ভাঙচুরের ঘটনায় যুবলীগের এক কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রবিবার দুপুরে তাকে রাজবাড়ীর গোয়ালন্দ থানার দৌলতদিয়া ঘাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার যুবলীগকর্মীর নাম মো. বাচ্চু আলমগীর ওরফে আগুন বাচ্চু (৩৪)। তিনি সুজানগর পৌরসভার মসজিদপাড়া এলাকার বাসিন্দাণ। তার ছোট ভাই রেদোয়ান নয়ন সুজানগর নিজাম উদ্দিন আজগর আলী (এনএ) কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি।
পাবনার পুলিশ সুপার (এসপি) মো. মোরতাজা আলী খান গতকাল সোমবার বিকেলে সংবাদ সম্মেলনে গ্রেপ্তারের বিষয়টির নিশ্চিত করেন। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রাজবাড়ী জেলার গোয়ালন্দ থানা পুলিশের সহায়তায় রবিবার বাচ্চুকে গ্রেপ্তার করা হয়। এর আগে গত ১ অক্টোবর রাতে পৌরসভার মানিকদীর পালপাড়া এবং এর ৩ দিন আগে পৌরসভার নীশিপাড়া দুর্গাপূজার মূর্তি ভাঙচুরের ঘটনা ঘটে। ঘটনার পর মানিকদীর (পালপাড়া) মন্দির কমিটির সভাপতি শ্রী বিজন কুমার পাল বাদী হয়ে সুজানগর থানায় একটি মামলা করেন।
এসপি বলেন, গ্রেপ্তার যুবলীগকর্মী মো.বাচ্চু আলমগীর ১৬৪ ধারায় ম্যাজিস্ট্রেটের কাছে মূর্তি ভাঙচুরের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।