জীবন মৃত্যুর সন্ধিক্ষণে তনির স্বামী, নেওয়া হলো ব্যাংককে

অনলাইন ডেস্ক
০৭ অক্টোবর ২০২৪, ১৯:১৩
শেয়ার :
জীবন মৃত্যুর সন্ধিক্ষণে তনির স্বামী, নেওয়া হলো ব্যাংককে

জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দেশের আলোচিত নারী উদ্যোক্তা রোবাইয়াত ফাতিমা তনির স্বামী শাহাদাৎ হোসাইন। তাকে উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডের ব্যাংককে নেওয়া হয়েছে।

আজ সোমবার ফেসবুকের এক স্ট্যাটাসে বিষয়টি নিশ্চিত করেছেন তনি নিজেই। 

আবেগঘন ওই স্ট্যাটাসে তনি লিখেন, ‘জীবনের সব থেকে কঠিন সময় পার করছি, আমি কোনোভাবেই তাকে হারাতে চাই না। সব কিছু অনিশ্চিত জেনেও আল্লাহর বিশেষ কোনো রহমতের আশায় অনেক কষ্ট করে আজকে সিঙ্গাপুর থেকে এয়ার অ্যাম্বুলেন্স বাংলাদেশে আনিয়ে তারপর ব্যাংকক নিয়ে আসছি, আমার জীবনের সবটুকু দিয়ে চেষ্টা করছি, বাকি আল্লাহর ইচ্ছা।’

সবার কাছে দোয়া চেয়ে তনি শেষে লিখেন, সবাই দোয়া করবেন আমার ছেলের জন্য হলেও আল্লাহ যেন তাকে বাঁচিয়ে রাখে।

এরআগে অসুস্থ হয়ে লাইফ সাপোর্টে ভর্তি ছিলেন রোবাইয়াত ফাতিমা তনির স্বামী শাহাদাৎ হোসাইন।