শিক্ষাজীবন থেকে যেভাবে এক বছর হারিয়েছেন সমন্বয়ক আব্দুল কাদের
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল কাদেরকে ২০২২ সালের আজকের দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্যের সামনে হামলা করেছিলেন ছাত্রীলগের নেতাকর্মীরা। এরপর হাসপাতালে চিকিৎসা নিতে গেলে সেখান থেকে পুলিশ তাকে আটক করে মামলা দিয়েছিল। জেলে থাকায় শিক্ষাজীবন থেকে একবছর হারাতে হয়েছিল তাকে।
আজ সোমবার নিজের ফেসবুকে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান আব্দুল কাদের। তিনি জানান, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদের তৃতীয় মৃত্যুবার্ষিকী পালন করতে গিয়ে ওই হামলার শিকার হয়েছিলেন।
সেই স্মৃতি তুলে ধরে আব্দুল কাদের ফেসবুকে লেখেন, ‘২২ সালের ৭-ই অক্টোবর আবরার ফাহাদের তৃতীয় শাহাদাত বার্ষিকীতে আমরা রাজুতে প্রোগ্রাম করি। ছাত্রলীগ প্রোগ্রামে হামলা করে, ট্রিটমেন্ট নিতে মেডিকেলে গেলে সেখান থেকে আটক করে মামলা দেয়, জেলে যাই। জেলে যাওয়ার দরুন পরীক্ষা দিতে পারি নাই, এক বছর লস হয়ে যায়। এর আগে ১৯ সালে আবরার ফাহাদের হত্যাকাণ্ডের দিন ঢাবির ফেসবুক গ্রুপে ছাত্রলীগের অপকর্ম নিয়ে একটা কমেন্ট করি, সেই কমেন্টের জের ধরে আমাকে হল থেকে বের করে দেয় ছাত্রলীগ।’
তিনি আরও লেখেন, ‘হামলা-মামলা, জেল-জুলুমের মধ্য দিয়েই চলছে জীবন। দমে যাইনি, যাওয়ার সুযোগও নেই। আমাদের হারানোর কিছু নেই, আছে শুধু আবরার-আবু সাঈদদের রেখে যাওয়া স্বপ্ন পূরণের তাড়না।’
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?