ইসরায়েলে একযোগে হামাস ও হিজবুল্লাহর হামলা, আয়রন ডোম ব্যর্থ
গত বছর ৭ অক্টোবর ইসরায়েলি ভূখণ্ডে হামাসের রকেট হামলার পর পাল্টে যায় মধ্যপ্রাচের চিত্র। গাজা উপত্যকায় সামরিক অভিযান শুরু করে ইসরায়েল। তাদের হামলায় প্রাণ হারিয়েছে ৪০ হাজারেরও বেশি মানুষ। আজ বর্ষপূর্তির দিনে আবারও ইসরায়েলি ভূখণ্ডে একযোগো হামলা চালালো ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস ও লেবাননভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। বড় আকারের এই হামলা প্রতিহত করতে ব্যর্থ হয়েছে ইসরায়েলের শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম।
আজ সোমবার ভোরে হিজবুল্লাহর যোদ্ধারা অধিকৃত ভুখণ্ড লক্ষ্য করে ব্যাপকভাবে রকেট হামলা চালিয়েছে। এসব হামলায় বন্দরনগরী হাইফাতে অন্তত পাঁচজন আহত হয়।
হিজবুল্লাহর ছোঁড়া পাঁচটি রকেটকে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম বাধা দিতে ব্যর্থ হয়েছে বলে স্বীকার করেছে। তারা জানিয়েছে, কী কারণে আয়রন ডোম ব্যর্থ হলো তা তদন্ত করে দেখা হচ্ছে।
আরও পড়ুন:
রোগীর পেটে জীবন্ত মাছি!
এ ছাড়া গ্যালিলি সাগরের নিকটবর্তী অন্যান্য শহর লক্ষ্য করেও বেশ কয়েকটি রকেট হামলা চালানো হয়েছে।
অন্যদিকে আজ সোমবার ইসরায়েলকে লক্ষ্য করে হামলা চালিয়েছে হামাসও। তারা বেশ কয়েকটি ইসরাইলি সামরিক স্থাপনায় ব্যাপক হামলা চালিয়েছে।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস
হামাস জানিয়েছে, তারা ১১৪ মিলিমিটার রাজুম রকেট দিয়ে স্থাপনাগুলোতে আঘাত হানে। উত্তর-পশ্চিম নেগেভ মরুভূমিতে সুফার কাছে সামরিক ঘাঁটি, গাজার রাফাহ ক্রসিংয়ে সামরিক সমাবেশ, উপকূলীয় হোলিট অবৈধ বসতির আশেপাশে এবং কারেম শালোম সামরিক স্থাপনায় আঘাত আনতে সক্ষম হয়েছে তারা।
এদিন হামাসের পাশাপাশি গাজাভিত্তিক আরেক সশস্ত্র গোষ্ঠী ইসলামিক জিহাদও ইসরায়েলে হামলা চালিয়েছে।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস