অফিসকক্ষে ঝুলছিল ভূমি কর্মকর্তার মরদেহ

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
০৭ অক্টোবর ২০২৪, ১৮:০০
শেয়ার :
অফিসকক্ষে ঝুলছিল ভূমি কর্মকর্তার মরদেহ

বরিশালের বাবুগঞ্জ উপজেলা ভূমি অফিসের নিজ কক্ষ থেকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় মো. জসীম উদ্দিন (৪৫) নামের এক কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রবিবার রাত সাড়ে ৯টার দিকে ওই কর্মকর্তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলিউল ইসলাম। 

জসীম উদ্দিন পটুয়াখালীর বাউফল উপজেলার সূর্যমনি ইউনিয়নের নুরাইনপুর গ্রামের মৃত্যু সিকান্দার আলী ছেলে। তিনি গত ৪ বছর ধরে বাবুগঞ্জ উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

উপজেলা ভূমি অফিসের নৈশপ্রহরী নিখিল জানান, গতকাল রাত ৮টার দিকে তাকে হোটেল থেকে ভাত নিয়ে আসতে বলেন সার্ভেয়ার জসীম। খাবার নিয়ে আসার পর ওই কর্মকর্তার কক্ষের দরজা ভেতর থেকে বন্ধ পাওয়া যায়। এ সময় দরজা খুলতে ডাকাডাকি করা হয়। কিন্তু সাড়া না পেয়ে তিনি ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি জানান। তারা পুলিশকে জানালে তারা এসে মরদেহ উদ্ধার করে।

ওসি অলিউল ইসলাম বলেন, ‘অফিস রুমের দরজা ভেঙে ভেতর থেকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ওই কর্মকর্তার মরদেহ উদ্ধার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’