মওলানা ভাসানী না থাকলে বাংলাদেশের জন্ম হতো না: ফরিদা আখতার
মওলানা ভাসানী না থাকলে বাংলাদেশের জন্ম হতো না বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার। আজ সোমবার দুপুরে টাঙ্গাইলের জেলা প্রশাসক কার্যালয়ের হলরুমে জেলা পূজা উদ্যাপন কমিটির সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, ‘মওলানা ভাসানী টাঙ্গাইলকে সারাবিশ্বে পরিচিত করেছেন। মওলানা ভাসানীর মতো নেতা শুধু টাঙ্গাইল নয়, সারা বাংলাদেশের জন্য। বাংলাদেশের ইতিহাস উনি সৃষ্টি করেছেন। বাংলাদেশের জন্ম হতো না, যদি মওলানা ভাসানী না থাকতেন। তিনি মজলুম জননেতা ছিলেন। আমরা যে ভারতের কথা বলছি, ফারাক্কার বিরুদ্ধে আন্দোলনে মওলানা ভাসানী গিয়েছিলেন।’
উপদেষ্টা বলেন, ‘আগামী প্রজন্ম মওলানা ভাসানীকে চেনার একমাত্র উপায় হলো, পাঠ্যপুস্তকে অর্ন্তভুক্ত করা। আমি এ বিষয়টি শিক্ষা মন্ত্রাণালয়কে অবগত করব। এ ছাড়া এর জন্য যদি আমাকেও মানববন্ধনে দাঁড়াতে হয়, আমি তা করব।’
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
উপদেষ্টা ফরিদা আখতার বলেন, ‘বাংলাদেশ হলো ইলিশ মাছের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা। আমাদের কোস্ট গার্ড, নৌবাহিনী খুব সতর্ক অবস্থানে রয়েছে। এবার তারা আরও সতর্ক অবস্থানে রয়েছে। ইলিশ মাছ চোরাচালানও হয়। স্থলপথেও কিন্তু ইলিশ মাছ চোরাচালান হয়। সবক্ষেত্রেই বিজিবিসহ সবাই সতর্ক অবস্থানে রয়েছে।’
জেলা প্রশাসক শরীফা হকের সভাপতিত্বে আয়োজিত সভায় জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনসহ জেলার পূজা উদ্যাপন কমিটির নেতারা বক্তব্য দেন।
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?