তাহিরপুরের সাবেক উপজেলা চেয়ারম্যান আফতাব গ্রেপ্তার
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আফতাব উদ্দিনসহ তিন জনকে গ্রেপ্তার করেছে সুনামগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
গতকাল রবিবার রাত ২টার দিকে সুনামগঞ্জ সদর উপজেলার রাধানগর থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আফতাব উদ্দিন তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের সোহালা গ্রামের জয়নাল আবেদীনের ছেলে এবং বাদাঘাট ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক। একই সময় তার সঙ্গে থাকা তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের কামড়াবন্দ গ্রামের কাঠ ব্যবসায়ী আব্দুস সহিদের ছেলে আফতাবের ভাগ্নে সজল সিদ্দিকী ও সোহালা গ্রামের আমিন নামে আরও এক যুবককে গ্রেপ্তার করা হয়। এ তথ্য নিশ্চিত করে সুনামগঞ্জ ডিবি পুলিশ।
সুনামগঞ্জ ডিবি পুলিশ পরিদর্শক (ওসি) আমিনুল ইসলাম জানিয়েছেন, গ্রেপ্তার হওয়া আফতাব উদ্দিনের বিরুদ্ধে সুনামগঞ্জ মডেল থানায় মামলা রয়েছে। ওই মামলার এজাহারনামীয় ২৩ নম্বর আসামি আবতাব। গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ তাহিরপুর থেকে সুনামগঞ্জ শহরে আসার পথে আফতাব উদ্দিনকে তার দুই সহযোগিসহ গ্রেপ্তার করা হয়।
সুনামগঞ্জ জেলা পুলিশের মিডিয়া সেল জানায়, এলাকায় দুর্দান্ত প্রতাপশালী আফতাব উদ্দিন সুনামগঞ্জ ১ আসনের সাবেক সংসদ সদস্য রঞ্জিত সরকার, ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতনের ঘনিষ্ঠজন ছিল। এছাড়াও সুনামগঞ্জ সদর মডেল থানায় নাশকতা মামলা ছাড়াও আফতাবের বিরুদ্ধে তাহিরপুর থানায় একাধিক মামলা আদালতে বিচারাধীন।