দক্ষিণ কোরিয়ায় লাল-সবুজের পতাকা আঁকলেন মেহজাবীন!

বিনোদন প্রতিবেদক
০৭ অক্টোবর ২০২৪, ১৩:০৩
শেয়ার :
দক্ষিণ কোরিয়ায় লাল-সবুজের পতাকা আঁকলেন মেহজাবীন!

মাকসুদ হোসেনের পরিচালনায় মেহজাবীন চৌধুরীর প্রথম সিনেমা ‘সাবা’। গেল ফেব্রুয়ারিতে নায়িকার জন্মদিনে প্রকাশ্যে আসে এর পোস্টার। টরন্টো ঘুরে এবার দক্ষিণ কোরিয়ার ২৯তম বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে ‘সাবা’। গেল ৪ অক্টোবর সিনেমাটি প্রদর্শিত হয়।

এদিন সবুজ শাড়িতে উৎসব প্রাঙ্গণে দ্যুতি ছড়িয়েছেন এই অভিনেত্রী। ব্যাকগ্রাউন্ডে শোভা পাচ্ছিল বুসানের লাল ক্যানভাস। সব মিলিয়ে মেহজাবীনের এই মুহূর্তটি যেন এক টুকরো বাংলাদেশ।

‘সাবা’র নামভূমিকায় অভিনয় করেছেন মেহজাবীন। পাশাপাশি প্রযোজনাতেও যুক্ত রয়েছেন তিনি।

উৎসব প্রাঙ্গণ থেকে তোলা বেশ কয়েকটি ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন মেহজাবীন। লিখেছেন, ‘আমাদের সিনেমা এখানে প্রদর্শন করতে পারা অনেক বড় সম্মানের বিষয়। ছবিটি দেখে এখানকার মানুষের প্রতিক্রিয়ায় আমি মুগ্ধ।’

এর আগে, ২০২২ সালে বুসানের এশিয়ান প্রজেক্ট মার্কেটে স্থান পায় ‘সাবা’ সিনেমাটি। ৪৯তম টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ডিসকোভারি প্রোগ্রামে নির্বাচিত হয় এটি। টরন্টোর স্কটিয়াব্যাংকে গেল ৭ সেপ্টেম্বর এর ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়। একই ভেন্যুতে ৯ ও ১৪ সেপ্টেম্বর সিনেমাটি প্রদর্শিত হয়। সবকটি প্রদর্শনীতে অংশ নিয়েছেন মেহজাবীন, এর অভিনেতা মোস্তফা মন্ওয়ার ও পরিচালক মাকসুদ হোসেন।

এদিকে, ২ অক্টোবর থেকে শুরু হওয়া ‘বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’ চলবে আগামী ১১ অক্টোবর পর্যন্ত। এ বছর বুসানে ৬৩টি দেশের ২৭৯টি সিনেমা প্রদর্শিত হচ্ছে।