সেতু বিভাগের নতুন সচিব ফাহিমুল ইসলাম

অনলাইন ডেস্ক
০৭ অক্টোবর ২০২৪, ১২:৪৯
শেয়ার :
সেতু বিভাগের নতুন সচিব ফাহিমুল ইসলাম

সেতু বিভাগের নতুন সচিব ফাহিমুল ইসলাম। ছবি: সংগৃহীত

সেতু বিভাগের নতুন সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অতিরিক্ত সচিব মো. ফাহিমুল ইসলাম। 

এর পাশাপাশি তাকে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক হিসেবেও নিয়োগ দিয়েছে সরকার।

আজ সোমবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

উল্লেখ্য, সেতু বিভাগের সিনিয়র সচিব মনজুর হোসেনকে গত ১৮ সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়।

এর আগে কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ফারজানা মমতাজকে পদোন্নতি দিয়ে বিদ্যুৎ বিভাগের সচিব পদে পদায়ন করা হয়। গতকাল রবিবার এ সংক্রান্তও একটি প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে বলা হয়, কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ফারজানা মমতাজকে পদোন্নতি দিয়ে বিদ্যুৎ বিভাগের সচিব পদে পদায়ন করা হলো। জনস্বার্থে জারিকৃত আদেশ অবিলম্বে কার্যকর হবে।