নিলামে জর্জ হ্যারিসন’র গিটার ‘ফিউচারামা’

বিনোদন ডেস্ক
০৭ অক্টোবর ২০২৪, ১২:১৩
শেয়ার :
নিলামে জর্জ হ্যারিসন’র গিটার ‘ফিউচারামা’

ষাটের দশকের জনপ্রিয় ব্যান্ড দ্য বিটলস। বিটলসের প্রয়াত গিটারিস্ট জর্জ হ্যারিসন যে ইলেকট্রিক গিটার বাজাতেন, সেটি এবার আগামী নভেম্বরে নিলামে তোলা হবে।

বার্তা সংস্থা রয়টার্সের এক খবরে বলা হয়, লিভারপুল শহরের একটি সঙ্গীত দোকান থেকে কেনা হ্যারিসনের ফিউচারামা গিটারটি নিলামে ৮০০,০০০ ডলারেরও বেশি দামে বিক্রি হতে পারে। 

১৯৬০ এর দশকের শুরুর দিকে যখন দ্য বিটলস কেভার্ন ক্লাবে পারফর্ম করত, তখন হ্যারিসন ফিউচারামা গিটারটি বাজিয়েছিলেন। এছাড়া জার্মানিতে সফর ও পলিডর-এর জন্য তাদের প্রথম অফিসিয়াল রেকর্ড তৈরির সময় হ্যারিসন ফিউচারামা গিটারটি ব্যবহার করেছিলেন।

নিলামকারী প্রতিষ্ঠান জানিয়েছে, সানবার্স্ট ফিনিশসহ ফিউচারামা গিটারটি ছিল হ্যারিসনের সবচেয়ে বেশি বাজানো গিটারগুলোর মধ্যে একটি। তারা এটিকে "ঐতিহাসিক বিটলস গিটারগুলোর অন্যতম পবিত্র গ্রেইল" বলে অভিহিত করেছে এবং এর মূল্য ৬০০,০০০ থেকে ৮০০,০০০ ডলার পর্যন্ত ছাড়িয়ে যাবে বলে আশা প্রকাশ করেছে।

গিটারটি আগামী দুই সপ্তাহের জন্য লিভারপুলে দ্য বিটলস স্টোরিতে প্রদর্শিত হবে, এরপর ইউরোপের অন্যান্য জাদুঘরে প্রদর্শন করা হবে। 

গিটারটি নভেম্বরে ২০-২২ তারিখের মধ্যে যুক্তরাষ্ট্রে জুলিয়েন'স অকশনস-এ নিলামে তোলা হবে।

উল্লেখ্য, বাংলাদেশের মানুষের কাছে অন্য বিদেশি সংগীতশিল্পীদের তুলনায় জর্জ হ্যারিসনের প্রতি শ্রদ্ধা, সম্মান রয়েছে অনন্য উচ্চতায়। এর পেছনের কারণ ‘দ্য কনসার্ট ফর বাংলাদেশ’। এই কনসার্টের মাধ্যমে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে আগস্টে মাসে আমিরিকায় বাংলাদেশের জন্য অর্থ সংগ্রহ করেন এই হ্যারিসন।