যে চিটার, সে সবসময়ই চিটার: তমা মির্জা
এ সময়ের ঢালিউড নায়িকা তমা মির্জা। তবে সর্বশেষ ‘সুড়ঙ্গ’ সিনেমায় আফরান নিশোর বিপরীতে নজর কেড়েছিলেন এ নায়িকা। নিজের অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও সব সময় সরব থাকেন তিনি। মাঝে মধ্যেই নিজের ছবি-ভিডিও কিংবা মতামত প্রকাশ করতে দেখা যায় তাকে।
গতকাল রবিবার রাতে নিজের ফেসবুকে একটি স্টোরি দেন তমা মির্জা। সেখানে ক্যাপশনে এ নায়িকা লিখেছেন, যে চিটার, সে সবসময়ই চিটার।
তমা আরও লেখেন, তিনটি বিষয় সবসময় মাথায় রাখা উচিত, একবার যে প্রতারণা করে, সে সবসময়ই প্রতারণা করে। একবার যে মিথ্যা বলে, সে সবসময়ই মিথ্যা বলে।
অন্যের বিশ্বাস ভাঙা প্রসঙ্গে এ অভিনেত্রী লিখেছেন, যদি কেউ তোমার হৃদয় ও বিশ্বাস ভাঙে সেটা তার ভুল। কিন্তু তুমি যদি সেই ব্যক্তিকে বিশ্বাস করে আবারও জায়গা দেও এবং ভালোবাসো তাহলে সেটা হবে তোমার ভুল।
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
তাহলে কী করতে হবে? এমন এক প্রশ্ন রেখে তমা মজা করে লিখলেন, মারো কাছা, দাও দৌড়। ভুলেও পেছনে তাকাইয়ো না।
এদিকে তমার স্টোরি দেখে নেটিজেনদের মনে নানা রঙের প্রশ্নের উদয় হয়েছে । হঠাৎ কাকে উদ্দেশ করে এমন পোস্ট দিলেন অভিনেত্রী? সেই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে তার পুরোনো সম্পর্কের কথাও টেনে আনছেন অনেকে।
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট
প্রসঙ্গত, এই কিছুদিন আগেই নির্মাতা রায়হান রাফীর সঙ্গে তমার প্রেমের সম্পর্ক ভেঙে যায়। যদিও সম্পর্কের বিষয়টি প্রকাশ্যে তারা কখনোই স্বীকার করেননি। বরাবরই নিজেদেরকে বন্ধু দাবি করেছেন রাফী-তমা।
তবে দুজনের ঘনিষ্ঠজনদের সূত্রে পাওয়া খবর, রাফী ও তমা দুজন একটা সময়ে প্রেম করলেও বর্তমানে তাদের সেই সম্পর্কে বিচ্ছেদের দানা বেঁধেছে। দুইজনের মাঝে আর আগের মত সেই ঘনিষ্ঠতা নেই।
তাই অনেকেই এখন ভাবতে শুরু করেছেন, তাহলে কি নির্মাতা রাফিকে উদ্দেশ্য করেই অভিনেত্রী তমার এই স্টোরি-কথন?
আরও পড়ুন:
‘এভাবে বিয়ে করা নাকি অর্থহীন’