কে–পপ তারকার বিবাহবিচ্ছেদ

বিনোদন ডেস্ক
০৭ অক্টোবর ২০২৪, ০৮:৫৫
শেয়ার :
কে–পপ তারকার বিবাহবিচ্ছেদ

বেসবল খেলোয়াড় হোয়াং জে গিয়োন ও পপ গায়িকা জিইঅন। স্বামী-স্ত্রী পরিচয় থেকে এবার তারা সরে আসছেন। দুই বছরের দাম্পত্য জীবনে ইতি টানলেন কে–পপ গায়িকা জিইঅন।

গার্ল গ্রুপ টি-আরার গায়িকা জিইঅনের আইনজীবী চোই ইউ না জানান, বিবাহবিচ্ছেদ চেয়ে আবেদন করেছেন জিইঅন।

আইনজীবী বলেন, ‘দুজনের মতপার্থক্যের জন্য বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন। বিচ্ছেদের আবেদনের পর দুজন আলাদা থাকবেন।’

দক্ষিণ সিউলের পারিবারিক আদালতে বিষয়টির সুরাহার আবেদন করেছেন তারা। তবে কেউ কারও বিরুদ্ধে কোনো অভিযোগ ও মামলা করবেন না বলে জানা যায়।

এর আগে ২০২২ সালের ফেব্রুয়ারিতে দুজনের প্রেমের সম্পর্ককে প্রকাশ্যে এসেছিলেন তারা এবং সেই বছরের ডিসেম্বর মাসেই বিয়েও করেন এই জুটি।

চলতি বছরের জুন মাসে এ তারকা জুটির সম্পর্কের টানাপোড়েনের খবর প্রকাশ পায়। আর এবার বিচ্ছেদের ঘোষণার পর ইনস্টাগ্রাম থেকে দুজন দুজনের ছবি সরিয়েও ফেলেন।

উল্লেখ্য, ২০০৯ সালে টি আরার সদস্য হিসেবে আত্মপ্রকাশ করেন জিইঅন।