পোল্যান্ডে রাষ্ট্রদূত হিসেবে খোরশেদ খাস্তগীরের নিয়োগ বাতিল

অনলাইন ডেস্ক
০৬ অক্টোবর ২০২৪, ২১:২৩
শেয়ার :
পোল্যান্ডে রাষ্ট্রদূত হিসেবে খোরশেদ খাস্তগীরের নিয়োগ বাতিল

পোল্যান্ডে রাষ্ট্রদূত হিসাবে খোরশেদ আলম খাস্তগীরকে নিয়োগের সিদ্ধান্ত বাতিল করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। আজ রবিবার জনকূটনীতি বিভাগের মহাপরিচালক ও মন্ত্রণালয়ের মুখপাত্র তৌফিক হাসান সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

মালয়েশিয়ায় বাংলাদেশের উপ-হাইকমিশনার হিসেবে কর্মরত এই কর্মকর্তার বিরুদ্ধে ছাত্র জনতার জুলাই বিপ্লবে বিতর্কিত ভূমিকা পালনে অভিযোগ ওঠার পর এই সিদ্ধান্ত নেওয়া হলো। তবে নিয়োগ বাতিলের সিদ্ধান্তের কোনো কারণ মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে জানায়নি।

এদিকে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মেরিটাইম অ্যাফেয়ার্স ইউনিটের সচিব খুরশীদ আলমও পদত্যাগ করেছেন। ২০০৯ সাল থেকে এই পদে চুক্তিভিত্তিক নিয়োগে কর্মরত ছিলেন অবসরপ্রাপ্ত এই রিয়ার অ্যাডমিরাল।

২০২১ সালের পর পররাষ্ট্র মন্ত্রণালয় দ্বিতীয় কোনো কূটনীতিককে নিয়োগ দিয়ে তা বাতিল করল। ওই বছর পেশাদার কূটনীতিক সৈয়দ মাসুদ মাহমুদ খন্দকারকে ব্রাজিলে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। পরে মাসুদ মাহমুদ খন্দকারের বিরুদ্ধে অভিযোগের তদন্ত শুরু হলে তাঁর সেই নিয়োগ বাতিল হয়েছিল।