হাজার বছর পুরোনো বীজ থেকে জন্মালো ১০ ফুট গাছ
হাজার বছরের পুরোনো একটি বীজ থেকে ১০ ফুট উচ্চতার গাছ জন্ম নিয়েছে। ধারণা করা হচ্ছে বাইবেলীয় আমলের এই বীজ থেকে উৎপন্ন গাছ থেকে ক্যান্সারবিরোধী উপাদান মিলতে পারে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলে বড় হওয়া এই গাছের নাম রাখা হয়েছে সেবা। দীর্ঘদিন আগেই এই গাছ বিলুপ্ত হয়ে গিয়েছিল। ১৯৮০ এর দশকে এই বীজটি খুঁজে পান প্রত্নতাত্ত্বিকরা।
আরও পড়ুন:
রোগীর পেটে জীবন্ত মাছি!
কয়েক বছর পরে, জেরুজালেমের ‘লুই এল বোরিক ন্যাচারাল মেডিসিন রিসার্চ সেন্টারে’র ডা. সারাহ স্যালন, বীজটি রোপণ করে, তা থেকে বিলুপ্ত গাছটিকে পুনরুদ্ধার করা যায় কিনা, সেই বিষয়ে গবেষণা শুরু করেছিলেন।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস
বীজটি রোপণের মাত্র পাঁচ সপ্তাহ পরই একটি ছোট অঙ্কুর দেখা দিয়েছিল। বিজ্ঞানীদের মতে, এটি সম্ভবত কমিফোরা গণের উদ্ধিদ। যদিও এর সঠিক প্রজাতি এখনও অজানা এবং সম্ভবত বিলুপ্ত। এটি এখন এক ১০ ফুট লম্বা গাছে পরিণত হয়েছে।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস