পুকুরে ডুবে প্রাণ গেল ভাই-বোনের

ঠাকুরগাঁও ও পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি
০৬ অক্টোবর ২০২৪, ১৫:৫৭
শেয়ার :
পুকুরে ডুবে প্রাণ গেল ভাই-বোনের

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ রবিবার সকাল ১১টার দিকে উপজেলার কুশারীগাঁও গ্রামে এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কুশারীগাঁও গ্রামের বাসিন্দা দেলোয়ারের মেয়ে রাফিয়া (৬) এবং সুমন ইসলামের ছেলে সাফা (৩)।

স্থানীয়রা জানান, কুশারীগাঁও গ্রামের বাসিন্দা দেলোয়ারের মেয়ে রাফিয়া (৬) এবং স্থানীয় সুমন ইসলামেরে ছেলে সাফা (৩) সকাল থেকে নিখোঁজ ছিল। পরে বাড়ির পাশে পুকুরে তাদের মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। স্থানীয়রা পুকুর থেকে দুজনের মরদেহ উদ্ধার করে। শিশু দুটি সম্পর্কে চাচাতো ভাই-বোন।

এ বিষয়ে ভোমরাদহ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হিটলার হক বলেন, পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। সম্পর্কে তারা চাচাতো ভাই-বোন।