বাগাতিপাড়া থানার নতুন ওসি আমিনুল হক

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি
০৬ অক্টোবর ২০২৪, ১৫:৪২
শেয়ার :
বাগাতিপাড়া থানার নতুন ওসি আমিনুল হক

নাটোরের বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে যোগ দিয়েছেন আমিনুল হক। গতকাল শনিবার রাতে তিনি দায়িত্বভার গ্রহণ করেন।

ওসি আমিনুল হক জনান, উপজেলার সকল প্রকার অপরাধমূলক কর্মকাণ্ড দমন করতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের লক্ষ্যে সচেষ্ট থাকবেন। এ সময় তিনি সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।

এর আগে তিনি নওগাঁ জেলায় সিআইডিতে দায়িত্ব পালন করেছেন। ২০০৫ সালে তিনি সর্ব প্রথম সাব-ইন্সপেক্টর (এস আই) পদে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন।

আমিনুল হক পাবনা জেলার ঈশ্বরদী থানার পাকুরিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ওই এলাকার মৃত আজিজুল হক ও রিজিয়া বেগম দম্পতির ছেলে। ব্যাক্তিগত জীবনে তিনি বিবাহিত। স্ত্রী এবং দুই ছেলে নিয়ে দাম্পত্য জীবনে ভালো আছেন বলে তিনি জানান।