আবারও ফার্মগেট নিয়ে নাটক
রাজধানীর অন্যতম ব্যস্ততম জায়গা ফার্মগেট। নানা শিক্ষা প্রতিষ্ঠান ও কোচিং সেন্টারের ভিড়ে এখানে জমে ওঠে মজার সব আড্ডা। চলে সকাল থেকে রাত অবধি। এটিকে ঘিরে ইতিমধ্যেই তৈরি হয়েছে একাধিক কনটেন্ট। তৈরি হয়েছে মূল ধারার নাটকও।
ফার্মগেটের আড্ডাকে ঘিরে এর আগে তৈরি হয় খণ্ড নাটক। ‘ফার্মগেট’ শিরোনামে এটি নির্মাণ করেন তপু খান। এবার আবারও এই স্থানের গল্প ঘিরে তৈরি হচ্ছে নাটক। ‘ফার্মগেট’ শিরোনামে এটি রচনা ও পরিচালনা করছেন শাহজাদা শাহেদ। আগামীকাল সোমবার থেকে ফার্মগেট ও তার আশপাশ এলাকায় নাটকটির দৃশ্যধারণ শুরু হবে। আর এতে অভিনয় করছেন সামিরা খান মাহি। নাটকটি তৈরি হচ্ছে ওটিটি প্লাটফর্ম বঙ্গ’র প্রযোজনায়।
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
তিনি বলেন, ‘ফার্মগেটের গল্প নিয়ে এ নাটকটি নির্মাণ করা হবে। এখানে আমি অভিনয় করেছি সাধারণ মেয়ের চরিত্রে। গল্প ও চরিত্র দুটোই দারুণ। আশা করি, ভালো একটি কাজ হবে।’
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট