হিজবুল্লাহর হামলায় ‘লণ্ডভণ্ড’ হয় ইসরায়েলের পর্যটন নগরী হাইফা
বিশ্বে পর্যটকদের অন্যতম পছন্দের তালিকায় রয়েছে ইসরাইলের আধুনিক শহর হাইফা। সেখানে প্রতি বছরই পর্যটকদের সমাগম হত। তবে সম্প্রতি লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর রকেট হামলার পর এই হাইফা পরিণত হয়েছে এক ভুতুড়ে শহরে। দেখে মনে হবে এটি একটি ভুতুড়ে নগর।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের এক সাংবাদিক সম্প্রতি গিয়েছিলেন এই হাইফা শহরে। সেখান থেকে তিনি এমনটাই জানিয়েছেন।
সাংবাদিক জানান, সুন্দর শহর এখন মরুভূমিতে পরিণত হয়েছে। চারপাশে ধ্বংসস্তুপ। মানুষ ঘর থেকে বের হতে পারছেন না।
হামাসের সঙ্গে গত বছরের ৭ অক্টোবর সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়ে ইসরায়েল। এর এক বছর এখনো হয়নি। এর মধ্যেই লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে সংঘাতে জড়ায় ইসরায়েল। এর জেরে সম্প্রতি ইসরায়েলে রকেট হামলা চালায় হিজবুল্লাহ।
আরও পড়ুন:
রোগীর পেটে জীবন্ত মাছি!
শতাধিক রকেট দিয়ে ইসরায়েলের হাইফা শহর ও উত্তরাঞ্চলের অন্যান্য এলাকায় হামলা করে হিজবুল্লাহ। এতে হাইফা শহরের রাস্তা মরুভূমিতে পরিণত হয়।
পরিস্থিতি বোঝাতে স্থানীয় বাসিন্দা শলম হাসকেল ইন্ডিয়া টুডেকে বলেন, ‘পরিস্থিতি বেশ খারাপ। মানুষকে ঘর থেকে বের হতে নিষেধ করা হয়েছে। সাধারণত প্রতি শনিবার শত শত মানুষ বাইরে বের হয়। তারা বিভিন্ন রেস্টুরেন্ট ও পাবলিক প্লেসে যান। কিন্তু আজ কেউ নেই। পুরো খালি।’
তবে বসে নেই ইসরায়েল। গত ২৭ সেপ্টেম্বর লেবাননে দফায় দফায় বিমনা হামলা চালিয়েছে ইহুদিবাদীদের রাষ্ট্রটি। এতে হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহ নিহত হয়েছেন।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস
এরপর হিজবুল্লাহর নতুন প্রধান হিসেবে যার নাম উঠে আসে, তিনি হলেন হাশেম সাফিউদ্দিন। গত ৩ অক্টোবর সাফিউদ্দিনকে লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েল। তারও খোঁজ পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছে রয়টার্স ও দ্য টাইমস অব ইসরায়েল।
সাফিয়েদ্দিন হিজবুল্লাহর নির্বাহী পরিষদের চেয়ারম্যান হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ পদে রয়েছেন। তাকে সম্প্রতি নিহত হাসান নাসরাল্লার সম্ভাব্য উত্তরসূরি হিসেবে বিবেচনা করা হচ্ছিল।