হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন রজনীকান্ত

বিনোদন ডেস্ক
০৫ অক্টোবর ২০২৪, ১৪:৪৮
শেয়ার :
হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন রজনীকান্ত

চারদিন পর হাসপাতাল ছেড়ে নিজ বাড়িতে ফিরে গেলেন দক্ষিণী সিনেমার সুপার স্টার রজনীকান্ত।

গত সোমবার ৩০ সেপ্টেম্বর শুটিংয়ের সময় এ অভিনেতা অসুস্থ হয়ে পড়েন। সঙ্গে সঙ্গেই তাকে চেন্নাইয়ের একটি বেসরকারি হাসপাতালে তড়িঘড়ি ভর্তি করা হয়। 

এদিকে প্রাথমিকভাবে অনুমান করা হয়েছিল, বর্ষীয়ান অভিনেতা হৃদরোগে আক্রান্ত হয়েছেন। কিন্তু হাসপাতালের তরফ থেকে জানানো হয়, অভিনেতার হৃদযন্ত্রে সমস্যা রয়েছে। মূলত রজনীকান্তের হৃৎপিণ্ডের মূল রক্তবাহিকায় সমস্যা দেখা দিএয়ছিল। তবে চিকিৎসার জন্য অভিনেতার কোনো অস্ত্রোপচারের প্রয়োজন হয়নি। ট্রান্স ক্যাথেটার পদ্ধতির মাধ্যমে ৭৬ বয়সী অভিনেতার চিকিৎসা করা হয়েছে এবং একটি স্টেন্ট বসানো হয়েছে।

হাসপাতাল সূত্রের খবর, আপাতত অভিনেতাকে কয়েকদিনের জন্য বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। 

প্রসঙ্গত, অভিনেতা রজনীকান্ত লোকেশ কনগরাজের ‘কুলি’ সিনেমার শুটিং ফ্লোরেই আচমকা পেটে ব্যথা অনুভব করেন। পরে ব্যথা বাড়লে অভিনেতাকে হাসপাতালে ভর্তি করা হয়। 

এবার অভিনেতার সুস্থতার খবর ছড়িয়ে পড়তেই আনন্দে মেতেছেন অনুরাগীরা। গত কয়েকদিন পরিচালক নানাভেল রাজার ‘ভেত্তাইয়া’ সিনেমার প্রচারে ব্যস্ত ছিলেন রজনীকান্ত। আশা করা হচ্ছে, সুস্থ হয়ে আবার সিনেমার প্রচারে যোগ দেবেন তিনি।