পাকিস্তান সফরে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক
০৫ অক্টোবর ২০২৪, ১১:২৮
শেয়ার :
পাকিস্তান সফরে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী

বিরল পাকিস্তান সফরে যাচ্ছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। আন্তঃসরকার সংস্থা সাংহাই কো অপারেশন অর্গানাইজেশনে (এসসিও) যোগ দিতে পাকিস্তান যাচ্ছেন তিনি। 

গতকাল শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল শুক্রবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। তিনি বলেন, “আগামী ১৫ ও ১৬ অক্টোবর ইসলামাবাদে এসসিও’র সম্মেলন হবে। সেই সম্মেলনে ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন আমাদের পররাষ্ট্রমন্ত্রী।”

২০০১ সালে প্রতিষ্ঠিত হয় এসসিও। এটি বিশ্বের বৃহত্তম আঞ্চলিক আন্তঃরাষ্ট্রীয় সংস্থা। ভারত-পাকিস্তান ছাড়াও এই সংস্থার সদস্যের তালিকায় রয়েছে রাশিয়া, চীন, কাজাখস্তান, উজবেকিস্তান, কিরগিজস্তান এবং তাজিকিস্তান। 

উপমহাদেশের দুই প্রতিবেশী দেশ ভারত এবং পাকিস্তানের সম্পর্ক বরাবরই বৈরী। সর্বশেষ ২০১৫ সালেপাকিস্তানে ভারতের কোনো মন্ত্রীর সফর হয়েছিল। ভারতের তৎকালীন পরাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ সেবার পাকিস্তানে যান।