শিক্ষার্থীরা তিন দেশ থে‌কে বুলগেরিয়ান ভিসার আবেদন করতে পার‌বে

অনলাইন ডেস্ক
০৪ অক্টোবর ২০২৪, ২২:২২
শেয়ার :
শিক্ষার্থীরা তিন দেশ থে‌কে বুলগেরিয়ান ভিসার আবেদন করতে পার‌বে

ভারতীয় ভিসা বন্ধ থাকায় বুল‌গে‌রিয়ার বি‌ভিন্ন বিশ্ব‌বিদ্যালয়ে পড়‌তে যাওয়া বাংলা‌দে‌শি শিক্ষার্থীরা ভিয়েতনাম, পাকিস্তান ও কাজাখস্তানে বুলগেরিয়ান দূতাবাসে আবেদন করতে পার‌বে। আজ শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের ফেসবু‌কে এক পো‌স্টে এই তথ্য জানানো হয়। 

মন্ত্রণালয়ের পো‌স্টে বলা হ‌য়ে‌ছে, বাংলাদেশি শিক্ষার্থীদের ম‌ধ্যে যারা বুলগেরিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ার সু‌যোগ পেয়েছে কিন্তু নয়াদিল্লিতে বুলগেরিয়ান দূতাবাসে তাদের ভিসার আবেদন জমা দিতে পারেনি তাদের হ্যানয় (ভিয়েতনাম), ইসলামাবাদ (পাকিস্তান) বা আস্তানা (কাজাখস্তানে) বুলগেরিয়ান দূতাবাসে আবেদন করার পরামর্শ দেওয়া হচ্ছে।

প্রসঙ্গত, মে‌ডি‌কেল ভিসা ছাড়া বাংলা‌দে‌শি নাগ‌রিক‌দের অন্যান্য ক্যাটাগ‌রি‌তে ভিসা বন্ধ রে‌খে‌ছে ভারত।