পাকিস্তানে ইমরান খানের দুই বোনসহ ৩০ জন গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক
০৪ অক্টোবর ২০২৪, ২১:৫০
শেয়ার :
পাকিস্তানে ইমরান খানের দুই বোনসহ ৩০ জন গ্রেপ্তার

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী, পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রধান ইমরান খানের দুই বোনসহ ৩০ আন্দোলনকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।  ইসলালামাদের ডি-চকে সমাবেশ করার পরিকল্পনা করার অভিযোগে তাদের গ্রেপ্তার করেছে। এ ছাড়া ইসলামাবাদ ও রাওয়ালপিণ্ডিতে ইন্টারনেট ও মোবাইল নেটওয়ার্ক বন্ধ রেখেছে পাকিস্তান সরকার।

পাকিস্তানি সংবাদমাধ্যম ডনের খবরে খবরে বলা হয়, ইমরান খান তার দলের নেতাকর্মীদের শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে আহ্বান জানিয়েছেন। আজ পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের ডি-চকে দলটির নেতাকর্মীদের পূর্বঘোষিত সমাবেশ ছিল। আর কাল লাহোরের মিনার-ই-পাকিস্তানে আরেকটি সমাবেশ করবে পিটিআই।

পিটিআই দেশব্যাপী অনেক সমাবেশ করছে। ইমরান খান ও তার স্ত্রী বুশরা খান গত এক বছরেরও বেশি সময় ধরে কারাগারে রয়েছেন। তাদের মুক্তির দাবিতে এই বিক্ষোভ সমাবেশ করছে দলটি। তবে পাকিস্তান সরকার এটিকে ‘বেআইনি’ ঘোষণা দিয়ে তা দমনের চেষ্টা করছে।

আজ ডি-চকের সমাবেশের জন্য লোকজন জড়ো হলে ৩০ জনকে গ্রেপ্তার করা হয়। এর মধ্যে ইমরানের দুই বোন আলিমা খানম ও উজমা খানম রয়েছেন।

এর আগে গতকাল বৃহস্পতিবার পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি ডি-চকে সমাবেশ না করতে পিটিআই নেতাকর্মীদের হুঁশিয়ারি দিয়েছিলেন। তিনি জানিয়েছিলেন, শুক্রবার ইসলামাবাদে বিদেশি প্রতিনিধিসহ অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিরা পরিদর্শন করবেন।