বিএডিসির চেয়ারম্যান হিসেবে যোগ দিলেন রুহুল আমিন খান

নিজস্ব প্রতিবেদক
০৪ অক্টোবর ২০২৪, ২০:৫১
শেয়ার :
বিএডিসির চেয়ারম্যান হিসেবে যোগ দিলেন রুহুল আমিন খান

কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন প্রতিষ্ঠান বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) চেয়ারম্যান হিসেবে যোগ দিয়েছেন মো. রুহুল আমিন খান। তিনি বিসিএস প্রশাসন ক্যাডারের ১১তম ব্যাচের একজন সদস্য হিসেবে ১৯৯৩ সালে কর্মজীবন শুরু করেন।

বিএডিসিতে যোগদানের আগে মো. রুহুল আমিন খান জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক পদে দায়িত্ব পালন করেছেন। চাকরি জীবনে তিনি প্রতিটি ক্ষেত্রে দক্ষতা ও স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।

মো. রুহুল আমিন খান ১৯৬৬ সালে ঠাকুরগাঁওয়ে জন্মগ্রহণ করেন।