ছত্তিশগড়ে নিরাপত্তা বাহিনীর গুলিত ৩০ মাওবাদী নিহত
ভারতের ছত্তিশগড়ে নিরাপত্তা বাহিনীর গুলিতে ৩০ মাওবাদী নিহত হয়েছেন। আজ শুক্রবার রাজ্যটির নারায়ণপুর-দন্তেওয়াড়া সীমান্তবর্তী এক বনে এ ঘটনা ঘটে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়, ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড (ডিআরজি) ও স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) গতকাল বৃহস্পতিবার থেকে মাওবাদী বিরোধী অভিযান শুরু করে। পরে আজ দুপুর সাড়ে ১২টার দিকে মাওবাদীদের সঙ্গে তাদের বন্দুকযুদ্ধ শুরু হয়। পরে বিকেলে অভিযান শেষ হয়। অভিযানে ৩০ জন মাওবাদী নিহত হন। এ সময় একে সিরিজের ভারি আগ্নেয়াস্ত্রসহ অন্যান্য অস্ত্র উদ্ধার করা হয়।
আরও পড়ুন:
রোগীর পেটে জীবন্ত মাছি!
তার আগে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান শুরু হয়। নারায়ণপুর-দন্তেওয়াড়া সীমান্তবর্তী এলাকার অর্চা ও বসুর থানার অধীন গোভেল, নেন্দুর ও ঠুলঠুলি গ্রামে অনেক মাওবাদী অবস্থান করছে- গোয়েন্দাদের কাছ থেকে এমন তথ্য পেয়ে যৌথ অভিযান শুরু করে ডিআরজি ও এসটিএফ। পরে আজ নেন্দুর-ঠুলঠুলির একটি বনে মাওবাদীদের সঙ্গে তাদের বন্দুকযুদ্ধ হয়।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস