ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু, অপরজন হারালেন পা

রাজবাড়ী প্রতিনিধি
০৪ অক্টোবর ২০২৪, ১৯:২০
শেয়ার :
ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু, অপরজন হারালেন পা

গোপালগঞ্জের ভাটিয়াপাড়া থেকে ছেড়ে আসা কালুখালীগামী ভাটিয়াপাড়া এক্সপ্রেস টেনে কাটা পড়ে মিজান ফকির (৪২) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় অপর একজনের পা কাটা পড়ে।

আজ শুক্রবার বিকেল ৫ টার দিকে বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের গোশাইপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মিজান ফকির বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের গোশাইপাড়া এলাকার আবদুল হাকিম ফকির ছেলে।

স্থানীয়রা জানান, আজ বিকেল ৫টার দিকে প্রবল বৃষ্টির মধ্যে ছাতি নিয়ে বহরপুর বাজারের উদ্দেশ্যে রওনা হন মিজান ও অপর এক ব্যক্তি। রেলের পাশের রাস্তায় কাঁদা থাকায় ট্রেন লাইনের মধ্যে দিয়ে হাঁটতে থাকেন তারা। এ সময় পেছন থেকে আসা ভাটিয়াপাড়া এক্সপ্রেস ট্রেনটি ধাক্কা দিলে ঘটনাস্থলেই মিজান ফকিরের মৃত্যু হয়। এ সময় তার সঙ্গে থাকা ব্যক্তির পা কাটা পড়ে। ট্রেন হর্ণ না দেওয়ার কারণেই এ দুর্ঘটনা ঘটে।

রাজবাড়ী জিআরপি থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল করিম বলেন, বৃষ্টির মধ্যে ট্রেন লাইন দিয়ে হেঁটে যাওয়ায় সময় মিজান নামের এক ব্যক্তি কালুখালীগামী ভাটিয়াপাড়া এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে নিহত হয়েছেন। এ সময় তার সঙ্গে থাকা অপরজনের পা কাটা পড়েছে।