জামালপুরে সড়কে ঝরল ৩ প্রাণ

অনলাইন ডেস্ক
০৪ অক্টোবর ২০২৪, ১৪:৪০
শেয়ার :
জামালপুরে সড়কে ঝরল ৩ প্রাণ

জামালপুর শহরের টিউবওয়েলপাড় ত্রিমোড়ে ট্রাকচাপায় অটোরিকশার ৩ যাত্রীর মৃত্যু হয়েছে৷ এ দুর্ঘটনায় আহত হন আরও দুজন। আজ শুক্রবার সকাল ৭টার দিকে জামালপুর-টাঙ্গাইল সড়কে এ দুর্ঘটনা ঘটে।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল মো. আতিক বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- মেলান্দহ উপজেলার কাপাশাহাটিয়া এলাকায় জয়দর হোসেনের ছেলে রুকন মাহমুদ (৪৫), শেখ সাদি গ্রামের আব্দুল মালেক (৫৩) ও বেলটিয়া কামিল মাদরাসার শিক্ষক মোস্তাফিজুর রহমান (৪৫)।  

স্থানীয়রা জানান, সকালে যাত্রী নিয়ে কালিবাড়ি থেকে শহরের দিকে যাচ্ছিল একটি অটোরিকশা। পথে টিউবওয়েলপাড় ত্রিমোড়ে পেছন থেকে একটি ট্রাক অটোরিকশাটিকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই নিহত হন অটোরিকশার চালক রুকন। এসময় গুরুতর আহত হন অটোরিকশার দুই যাত্রী। এ অবস্থায় তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসকরা দুজনকেই মৃত ঘোষণা করেন।  

ওসি ফয়সাল মো. আতিক বলেন, ‘ট্রাকটি জব্দ করা যায়নি। অটোরিকশাটি থানায় আনা হয়েছে। ’