ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা নিয়ে যা বললেন বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক
০৪ অক্টোবর ২০২৪, ০৯:১১
শেয়ার :
ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা নিয়ে যা বললেন বাইডেন

ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালাতে চান না মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। গতকাল বৃহস্পতিবার তিনি বলেছেন, ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েলের প্রতিশোধমূলক হামলাকে সমর্থন করেন না।

তিনি বলেছেন, ইরানে ইসরায়েলের হামলার প্রতিক্রিয়ায় 'ইসরায়েল কী করতে চলেছে', যুক্তরাষ্ট্র সে বিষয়ে 'ইসরায়েলিদের সঙ্গে আলোচনা করবে'।

বুধবার হারিকেন ‘হেলেনের’ তাণ্ডবে নর্থ ক্যারোলাইনার ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গিয়েছিলেন জো বাইডেন।

সেখানে বাইডেনকে প্রশ্ন করা হয়েছিল - ইসরায়েল যদি এখন ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা করতে চায়, তাতে তিনি সমর্থন দেবেন কী না? তার জবাব ছিল - ‘না’।

তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে ইসরায়েল এখন কী করতে চাইছে, তা নিয়ে দেশটির সঙ্গে আলোচনা করবে যুক্তরাষ্ট্র।

বাইডেন বলেন, এখনকার পরিস্থিতি নিয়ে তিনি জি–সেভেন জোটের নেতাদের সঙ্গে কথা বলেছেন। তারা সবাই একমত হয়েছেন যে ইসরায়েলের জবাব দেওয়ার অধিকার রয়েছে।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথু মিলার এক ব্রিফিংয়ে বলেছেন, ‘ইসরায়েলের প্রতিক্রিয়া জানানোর অধিকার রয়েছে। দেশটির সম্ভাব্য প্রতিক্রিয়া কী হবে, সেটা নিয়ে আমরা আলোচনা করছি।‘

সম্প্রতি ইসরায়েলি ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র হামলা চালাতে শুরু করেছে ইরান। তারা বলছে. ফিলিস্তিনের গাজা ও লেবাননে অনবরত ইসরায়েলি হামলার প্রতিবাদে তারা এই পদক্ষেপ নিয়েছে। এমন পরিস্থিতে আগে থেকেই উত্তাল মধ্যপ্রাচ্যে সংঘাত আরও তীব্র হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে

ছয় মাসের মাথায় দ্বিতীয়বারের মতো ইসরায়েলের অভ্যন্তরে ইরানের হামলার পর একদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন ‘ইরানকে মূল্য দিতে হবে’। অন্যদিকে, ইসরায়েল যদি জবাব দেয়ার চেষ্টা করে, আবারো পাল্টা হামলা চালানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান।