ডিএসইর চেয়ারম্যান হলেন মমিনুল ইসলাম
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চেয়ারম্যান নির্বাচিত হলেন মো. মমিনুল ইসলাম। আজ বৃহস্পতিবার ডিএসইর পুনর্গঠিত পরিচালকদের নিয়ে প্রথম পর্ষদ সভায় তাকে চেয়ারম্যান নির্বাচিত করা হয়েছে।
মমিনুল ইসলাম তিনি ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান (এনবিএফআই) আইপিডিসি ফাইন্যান্স লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ছিলেন। দেশ-বিদেশের স্বনামধন্য বিভিন্ন ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানে কৌশলগত, প্রযুক্তিগত, পুঁজিবাজার ব্যবসা, পণ্য, প্রক্রিয়া এবং বিধি-বিধান সম্পর্কে পঁচিশ বছর কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
উল্লেখ্য, বর্তমান পর্ষদ পুনর্গঠনের আগে গত ১৮ আগস্ট ডিএসই চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেন অধ্যাপক ড. হাফিজ মো. হাসান বাবু।
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?