ভিয়েতনামে বার্ড ফ্লুতে মারা গেল ৪৭টি বাঘ
ভিয়েতনামে চিরিয়াখানায় এইচ৫এন১ বা বার্ড ফ্লু ভাইরাসের প্রকোপে অন্তত ৪৭টি বাঘ মারা গেছে। এ ছাড়া তিনটি সিংহ ও একটি কালোচিতারও মৃত্যু হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
প্রতিবেদনে বলা হয়, দেশটির দুটি চিড়িয়াখানায় বার্ড ফ্লু প্রকোপে দেখা দিয়েছে। বার্ড ফ্লুর এই প্রাদুর্ভাবটি হো চি মিন সিটির কাছাকাছি ভুয়েন সোয়াই চিড়িয়াখানা এবং লং আন প্রদেশের মাই কুইনহ সাফারি পার্কে ঘটেছে। সেখানকার প্রাণীগুলো সম্ভবত বার্ড ফ্লু সংক্রমিত মুরগির মাংস খাওয়ার পর অসুস্থ হয়ে পড়ে।
ভিয়েতনামের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ইতিমধ্যে তারা দুটি মৃত বাঘের থেকে নমুনা সংগ্রহ করেছে। তারা মুরগির উৎসও খুঁজে বের করার চেষ্টা করছেন।
আরও পড়ুন:
রোগীর পেটে জীবন্ত মাছি!
এইচ৫এন১ ভাইরাস মূলত প্রাণীদের সংক্রমিত করে। তবে সংক্রমিত পাখি বা তাদের দূষিত পরিবেশের সংস্পর্শে আসা মানুষও এতে আক্রান্ত হতে পারে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) থেকে জানানো হয়েছে, বার্ড ফ্লু প্রাদুর্ভাব ঘটছে এমন অঞ্চলে কাঁচা বা অপর্যাপ্ত রান্না করা মাংস এবং ডিম খাওয়া থেকে বিরত থাকতে পরামর্শ দেওয়া হচ্ছে।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস