আবার সেন্সরে যাচ্ছে রাফীর ‘অমীমাংসিত’
সময়ের আলোচিত নির্মাতা রায়হান রাফীর ওয়েব ফিল্ম ‘অমীমাংসিত’। ইমতিয়াজ বর্ষণ ও তানজিকা আমিন অভিনীত এই সিনেমার ৪০ সেকেন্ডের টিজার প্রকাশের পরই নেটদুনিয়ায় কথা রটে- গল্পটি আলোচিত সাগর-রুনি হত্যাকাণ্ড ঘিরে। যদিও নির্মাতা তা বরাবরের মতই অস্বীকার করেছেন।
কথা ছিল, ২৯ ফেব্রুয়ারি এটি ওটিটি প্ল্যাটফর্ম আই থিয়েটারে মুক্তি দেওয়ার। কিন্তু কয়েক মাস আটকে থাকার পর ২৪ এপ্রিল সেন্সর বোর্ড এটি ‘প্রদর্শন অযোগ্য’ ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করা হয়।
তখন সেন্সর বোর্ড চারটি কারণ উল্লেখ করে। তা হলো- ক.সিনেমাটিতে নৃশংস খুনের দৃশ্য রয়েছে। খ. কাল্পনিক কাহিনি, চিত্রনাট্য ও সংলাপের বিষয়বস্তু বাস্তবতার সঙ্গে মিল রয়েছে। গ. এ ধরণের কাহিনি বাস্তবে ঘটেছে এবং ঘটনা সংশ্লিষ্ট মামলা উচ্চ আদালতে বিচারাধীন। ঘ. সিনেমাটির কাহিনি/বিষয়বস্তু বিচারাধীন মামলার সঙ্গে মিল থাকায় ভুল বার্তা দিতে পারে এবং তদন্তের বিঘ্ন ঘটাতে পারে।
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
এদিকে শেখ হাসিনা সরকার পতনের পর ‘অমীমাংসিত’র মুক্তিতে তোড়জোড় শুরু করে এর সংশ্লিষ্টরা। অবশেষে জানা গেল, আগামী সপ্তাহেই আবার সেন্সরে (সার্টিফিকেশন বোর্ড) যাচ্ছে সিনেমাটি।
রাফী বলেন, ‘যদিও ওটিটিতে সেন্সরের নিয়ম নেই। তবুও আমাদের সেন্সর করতে বলা হয়েছিল। আমরা সেন্সর করেও ফেলেছিলাম। পরে হঠাৎ তথ্য মন্ত্রণালয় থেকে জানানো হয়েছিল, আমরা “অমীমাংসিত” দর্শকদের দেখাতে পারব না। আমরা পুনরায় তথ্য মন্ত্রণালয় থেকে আবেদন করতে যাচ্ছি। আমরা তথ্য মন্ত্রণালয়ের কাছে চাইব, “অমীমাংসিত”যেন ছেড়ে দেওয়া হয়।’
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট
নির্মাতা আরও বলেন, ‘একটি কাল্পনিক কাহিনি নিয়ে সিনেমাটি নির্মাণ করেছি এবং সেই কেসটি “অমীমাংসিত”। বাংলাদেশে এমন অনেক কেস আটকে আছে।’