টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসরের পর সাকিবের বেতন কত

স্পোর্টস ডেস্ক
০৩ অক্টোবর ২০২৪, ১৭:০১
শেয়ার :
টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসরের পর সাকিবের বেতন কত

একসময় বাংলাদেশ ক্রিকেট দলের তিন সংস্করণেরই (টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি) অবিচ্ছেদ্য অংশ ছিলেন সাকিব আল হাসান। তবে সবই এখন অতীত। কিছুদিন আগেই টেস্ট ও টি-টোয়েন্টি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন এই অলরাউন্ডার।

সাকিব তার শেষ টি-টোয়েন্টি খেলে ফেলেছেন সবশেষ বিশ্বকাপেই। শেষ টেস্ট খেলাও আপাতদৃষ্টিতে মনে হচ্ছে শেষ। ভারত সফরের পর দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। মিরপুরে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের পরই দীর্ঘ সংস্করণ থেকে বিদায় নিতে চেয়েছিলেন সাকিব। তবে নিরাপত্তার কারণে দেশে আর না-ও ফেরা হতে পারে সাবেক এই বিশ্বসেরা অলরাউন্ডারের। দেশের সর্বোচ্চ ক্রিকেট সংস্থা বিসিবি ও ক্রীড়া উপদেষ্টার কথায় সেই ইঙ্গিতই মিলেছে। 

কানপুরই যদি শেষ টেস্ট হয় তাহলে সাকিব শুধু ওয়ানডে খেলার জন্যই বাংলাদেশ দলে বিবেচিত হবেন। দুই ফরম্যাটকে বিদায় জানানোয় কমতে যাচ্ছে বিসিবির কেন্দ্রীয় চুক্তির আওতায় সাকিবের বেতনও। 

প্রতি বছরই ক্রিকেটারদের সঙ্গে চুক্তি করে থাকে বিসিবি। খেলোয়াড়দের সঙ্গে সবশেষ ফেব্রুয়ারিতে চুক্তি করে সংস্থাটি। সাকিব ছিলেন এই চুক্তির ‘এ প্লাস’ ক্যাটাগরিতে। এই চুক্তির আওতায় সাকিবের টেস্টে সাড়ে ৪ লাখ, ওয়ানডেতে ৪ লাখ ও টি-টোয়েন্টিতে সাড়ে ৩ লাখ টাকা বেতন। কোনো খেলোয়াড় তিন সংস্করণেই থাকলে ক্যাটাগরি অনুযায়ী প্রথম সংস্করণের শতভাগ, দ্বিতীয় সংস্করণের ৫০ ভাগ ও তৃতীয় সংস্করণের ৪০ ভাগ টাকা পেয়ে থাকেন। সেই অনুযায়ী প্রতি মাসে সাকিব ৭ লাখ ৯০ হাজার টাকা পেতেন। 

এখন সাকিব টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসর নেওয়ায় এই দুই সংস্করণের টাকা আর পাবেন না। শুধু ওয়ানডে চুক্তি থাকায় মাসিক ৪ লাখ টাকা বেতন পাবেন তিনি। ওয়ানডে থেকেও আগামী বছরে পাকিস্তানে অনুষ্ঠেয় চ্যাম্পিয়ন্স ট্রফি খেলে অবসরে যেতে চান সাকিব। তাই বিসিবির এই চুক্তিতেও বেশিদিন থাকছেন না তিনি।