সাবেক রেলমন্ত্রীকে ধরতে পুরস্কার ঘোষণা করলেন আওয়ামী লীগ নেতা

রাজবাড়ী প্রতিনিধি
০৩ অক্টোবর ২০২৪, ১৬:০৭
শেয়ার :
সাবেক রেলমন্ত্রীকে ধরতে পুরস্কার ঘোষণা করলেন আওয়ামী লীগ নেতা

রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সভাপতি, রাজবাড়ী-২ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ও সাবেক রেলমন্ত্রী জিল্লুল হাকিমকে গ্রেপ্তারের জন্য ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছেন ফ্রান্স প্রবাসী আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, সাবেক ফ্রান্স আওয়ামী লীগের সহ-সভাপতি, বঙ্গবন্ধু ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি (আন্তর্জাতিক) আশরাফুল ইসলাম ।

গতকাল বুধবার রাতে আশরাফুল ইসলাম তার নিজের ফেসবুকে এ ঘোষণা করেন। তিনি লেখেন, ‘রাজশাহী-নোয়াখালী-কুমিল্লা-পাবনা-সিলেটের এমপি-মন্ত্রী গ্রেপ্তার এই নিউজ চাই না র‌্যাব ডিবির, আর রাজবাড়ীর সাবেক চোর দুর্নীতিবাজ রেলমন্ত্রী জিল্লুল হাকিমকে গ্রেপ্তার করতে পারলে র‌্যাব ডিবিকে ২ লাখ টাকা পুরস্কার দেওয়া হবে আমার পক্ষ থেকে।’

আশরাফুল ইসলাম দীর্ঘ দিন ধরেই আওয়ামী লীগের বিভিন্ন দুর্নীতি ও অনিয়ম নিয়ে লেখালেখি করে আসছেন। পাশাপাশি রাজবাড়ী জেলার রাজনীতি ও অবস্থা নিয়েও আলোচনা সমালোচনা অব্যাহত রেখেছেন। এর আগে বিভিন্ন পুরস্কার ঘোষণা করে তা বাস্তবায়ন করেছেন তিনি।

ফ্রান্স প্রবাসী আওয়ামী লীগ নেতা আশরাফুল ইসলাম বলেন, ‘ইতোপূর্বে আমি আমার জেলায় মাদক চোরাচালান ও সন্ত্রাসী চাঁদাবাজদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য রাজবাড়ীর পুলিশকে মুখ্য ভুমিকা নেওয়ার জন্য আহ্বান জানাই এবং জেলা পুলিশকে ৫০ হাজার টাকা পুরস্কার দিই, তৎকালীন পুলিশ সুপার জিহাদুল কবিরের মাধ্যমে। জেলায় আইনশৃংখলা রক্ষায় রাজবাড়ীর শহর এবং দৌলতদিয়া ঘাটের সিসি ক্যামেরা পুনঃস্থাপনের জন্য তৎকালীন পুলিশ সুপার মিজানুর রহমানের মাধ্যমে আরও কয়েক লাখ টাকা মালপত্র দেই। জেলার বাল্যবিয়ে রোধে পুলিশ ইউএনওদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে বাল্যবিয়ে সংবাদদাতাকে ৫ হাজার করে পুরস্কার দিতে শুরু করি। তারই ধারাবাহিকতায় আজ ঘোষণা দিচ্ছি দেশ জনগণের সম্পদ লুণ্ঠনকারী দুর্নীতিবাজ সাবেক এমপি রেলমন্ত্রী জিল্লুল হাকিম ও তার সহযোগীদের বিচারের আওতায় আনার জন্য। দলমত নির্বিশেষে সবাই এগিয়ে এসে প্রশাসনকে সাহায্য করার আহবান জানাচ্ছি এসব দুর্নীতিবাজদের বিরুদ্ধে সোচ্চার হতে। পুরস্কার এটা প্রতীকী অনুপ্রেরণামুলক উৎসাহিত করার পদক্ষেপ হিসাবে দেখি আমি। ’