তোপের মুখে তৃপ্তি দিমরি
বলিউড অভিনেত্রী তৃপ্তি দিমরি। এবার তোপের মুখে পড়লেন ‘অ্যানিমেল’ ছবির এই সুন্দরী। ইভেন্টে টাকা নিয়েও উপস্থিত না হওয়ার কারণে আইনি ঝামেলায় পড়তে যাচ্ছেন তৃপ্তি।
ভারতের এক গণমাধ্যম বলছে, ‘নারী শক্তি’ জন্য জয়পুরের নারী উদ্যোক্তাদের একটি আয়োজন করা হয়। সেখানে তৃপ্তির উপস্থিত থাকার কথা ছিল। কিন্তু সেখানে তিনই যাননি। এ কারণেই বেশ ক্ষিপ্ত হয়েছেন আয়োজকরা।
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
নারী উদ্যোক্তাদের দাবি, এই আয়োজনের আসার জন্য সাড়ে ৫ লাখ রুপি দেওয়া হয় তৃপ্তিকে। শুধু তাই নয়, অভিনেত্রী নাকি ইভেন্টে তাড়াতাড়ি পৌঁছাবার আশ্বাসও দিয়েছিলেন। পাঁচ মিনিটে পৌঁছে যাবেন বলেও ইভেন্টের আগে জানিয়েছিলেন। কিন্তু অনুষ্ঠানে তৃপ্তির দেখা মেলেনি।
এদিকে ভাইরাল এক ভিডিওতে দেখা যায়, ইভেন্টের মঞ্চে তৃপ্তির ছবি দেওয়া পোস্টার রয়েছে। তাতে কালি দিয়ে ক্ষোভ প্রকাশ করছেন এক নারী। শোনা যাচ্ছে, তৃপ্তির বিরুদ্ধে আইনি পদক্ষেপও নেবেন উদ্যোক্তারা।
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট
আসছে ১১ অক্টোবর মুক্তি পাচ্ছে তৃপ্তির ‘ভিকি অউর বিদ্যা কা উয়ো ওয়ালা ভিডিও’ সিনেমা। তৃপ্তি ও রাজকুমার অভিনীত এ সিনেমাটি ৯০-এর দশকের প্রেক্ষাপটে তৈরি করা হয়েছে। এক নববিবাহিত দম্পতির কাহিনি দেখা যাবে এ সিনেমায়।
আরও পড়ুন:
‘এভাবে বিয়ে করা নাকি অর্থহীন’