৩৮ বছর ছোট প্রেমিকের সঙ্গে ম্যাডোনা
সম্প্রতি ৩৮ বছর ছোট প্রেমিকের সঙ্গে লন্ডনে ঘুরে বেড়িয়েছেন পপতারকা ম্যাডোনা। ৬৬ বছর বয়সে ২৮ বছরের যুবকের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন এই পপতারকা। পোস্ট করেছেন একাধিক ছবি।
সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা ছবিগুলো মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। সেখানে একটি ছবিতে দেখা যায়, তারা চেলসি ফুটবল টিমের খেলা উপভোগ করছেন স্ট্যামফোর্ড ব্রিজ স্টেডিয়ামে। এ সময় প্রেমিককে জড়িয়ে বসেছিলেন এ গায়িকা। ছবিগুলোর ক্যাপশনে ম্যাডোনা লিখেছেন, ‘লন্ডন ডাকছে। স্টু-তে ফেরত এলাম স্টুয়ার্ট প্রাইসের সঙ্গে।’
পেশাদার সংগীতে ম্যাডোনার যাত্রা শুরু ১৯৮৩ সালে। এই শিল্পী পপ সংগীতের জগতে নিজেকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। এরপর আশি ও নব্বইয়ের দশকে পপ সংগীতের ‘রানি’ হয়ে ওঠেন তিনি।
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
প্রসঙ্গত, ব্যক্তিজীবনে ম্যাডোনা দুবার বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। তার প্রথম স্বামী কারলোস লিওন এবং দ্বিতীয় স্বামী ছিলেন গাই রিচি।
উল্লেখ্য, পপগায়িকা ম্যাডোনার প্রেমিকের তালিকা কিন্তু মোটেও কম ছিল না। সেই তালিকায় ছিলেন পপ গায়ক ড্যান গিলোরি, মার্কিন গ্রাফিতি শিল্পী জিন মিশেল বাসকুয়েট, প্রয়াত মার্কিন রাষ্ট্রপতি জন এফ কেনেডির ছেলে জন এফ কেনেডি জুনিয়র, মার্কিন র্যাপার ভ্যানিলা আইস, ব্রিটিশ চলচ্চিত্র প্রযোজক অ্যান্ডি বার্ড প্রমুখ।
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট