শহীদ পরিবারের পক্ষে আজ মামলা করবে নাগরিক কমিটি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমানোর জন্য আওয়ামী লীগ সরকার সর্বাত্মক চেষ্টা চালিয়েছে। সরকারের নির্দেশে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে প্রাণ হারিয়েছে ছাত্র-জনতা।
এসব হত্যাকাণ্ডের বিচার দাবিতে এবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা করবে জাতীয় নাগরিক কমিটি। আজ বৃহস্পতিবার এ মামলা দায়েরের কথা রয়েছে। সংগঠনের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার দুপুর ১২টায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদদের পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করবে জাতীয় নাগরিক কমিটি। এছাড়া এদিন কমিটিতে অন্তর্ভুক্ত নতুন সদস্যদের পরিচয়ও করিয়ে দেওয়া হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মামলা দায়েরের সময় জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারি, সদস্য সচিব আখতার হোসেন, মুখপাত্র সামান্তা শারমিনসহ জাতীয় নাগরিক কমিটির সদস্য বিজ্ঞ আইনজীবীরা উপস্থিত থাকবেন।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?