সাবেক এমপি হেনরী ও তার স্বামী ৭ দিনের রিমান্ডে
সিরাজগঞ্জ ২ আসনের (সদর) সাবেক সংসদ সদস্য (এমপি) ড. জান্নাত আরা হেনরী ও তার স্বামী সিরাজগঞ্জ জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শামীম তালুকদার লাবুর জামিন নামঞ্জুর করে ৭ দিনের রিমান্ড দিয়েছেন আদালত। বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট রফিক সরকার ও সিরাজগঞ্জ আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাসুদুর রহমান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
আজ বুধবার বিকেল ৩টার দিকে সদর থানা পুলিশ তাদেরকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত জেলা যুবদলের সহসভাপতি সোহানুর রহমান রঞ্জু হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠিয়ে ১০ দিনের রিমান্ড আবেদন করে।
আদালতে রিমান্ডের বিরোধিতা করেন আসামিপক্ষের আইনজীবীরা। পরে দীর্ঘ প্রায় ৩২ মিনিট শুনানি শেষে সিরাজগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২ (সদর আমলি আদালত) -এর বিচারক মো. রাসেল মাহমুদ তাদের দুজনের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন ও কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এদিকে আদালতে তাদের আনার খবরে বৈষম্যবিরোধী ছাত্ররা তাদের ফাঁসি দাবি করে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। আদালতে সেনা বাহিনী, র্যাব, পুরিশসহ বিপুল সংখ্যক আইনশৃঙ্থলা বাহিনী মোতায়েন করা হয়।
উল্লেখ্য, গত ৪ অগষ্ট সিরাজগঞ্জ শহরের বিভিন্নস্থানে সংঘর্ষ চলাকালে ছাত্রদল ও যুবদলের ৩ নেতাকর্মী নিহত হন। পরবর্তীতে এ সকল হত্যায় সাবেক এমপি হেনরী ও তার স্বামী লাবুকে আসামি করা হয়। প্রায় দুই মাস পলাতক থাকা অবস্থায় গত ৩ সেপ্টেম্বর মৌলভীবাজারের একটি বাড়ি থেকে র্যাব তাদের গ্রেপ্তার করে। পরে সিরাজগঞ্জ থানায় তাদের হস্তান্তর করলে আজ তাদের আদালতে নেওয়া হয়।