সিরিজ হারলেও র‌্যাঙ্কিংয়ে মুমিনুল, মিরাজ, সাকিবের উন্নতি

স্পোর্টস ডেস্ক
০২ অক্টোবর ২০২৪, ১৭:১৫
শেয়ার :
সিরিজ হারলেও র‌্যাঙ্কিংয়ে মুমিনুল, মিরাজ, সাকিবের উন্নতি

ভারতে টেস্ট সিরিজে কোনো প্রতিরোধ গড়তে না পেরে হেরেছে বাংলাদেশ। কানপুরে দ্বিতীয় টেস্টে মাত্র দুইদিনেই হেরেছে বাংলাদেশ। যদিও ম্যাচটির প্রথম ইনিংসে সেঞ্চুরি করে বাংলাদেশকে দুই শ পার করিয়েছিলেন মুমিনুল হক। বল হাতে কিছুটা হলেও আলো ছড়িয়েছেন সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজ। তার স্বীকৃতিও পেলেন তারা। 

আজ বুধবার ছেলেদের র‍্যাঙ্কিংয়ের হালনাগাদ প্রকাশ করেছে আইসিসি। সেঞ্চুরি করে ১৬ ধাপ এগিয়েছেন মুমিনুল। বর্তমানে তার অবস্থান ৪২। কানপুর টেস্টের প্রথম ইনিংসে ৪টি করে উইকেট নেন সাকিব ও মিরাজ। দ্বিতীয় ইনিংসে মিরাজ আরও ২ উইকেট পান। 

৬ উইকেট নিয়ে চার ধাপ এগিয়ে ১৮ নম্বরে মিরাজ। বাংলাদেশি বোলারদের মধ্যে তিনিই সবার ওপরে। পাঁচ ধাপ এগিয়ে ২৮ নম্বরে আছেন সাকিব। এক ধাপ পিছিয়ে তাইজুল ইসলাম ২০ নম্বরে। তিন ধাপ পিছিয়ে ৪৭ নম্বরে হাসান মাহমুদ। 

এদিকে, রবিচন্দন অশ্বিনকে টপকে টেস্ট বোলারদের র‌্যাঙ্কিংয়ে সবার ওপরে এখন তারই স্বদেশি পেসার জাসপ্রিত বুমরাহ। নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টে ৯ উইকেট নিয়ে সাত নম্বরে উঠে এসেছেন লংকান স্পিনার প্রবাত জয়াসুরিয়া। 

লাফ দিয়েছেন কানপুর টেস্টে ৫১ বলে ৭২ রান ও ৪৩ বলে ৫১ রান করা ভারতের ওপেনার যশস্বী জয়সওয়াল। ক্যারিয়ার সেরা ৭৯২ রেটিং নিয়ে দুই ধাপ এগিয়ে তিন নম্বরে উঠলেন বাঁহাতি ওপেনার। দুই ইনিংস মিলিয়ে ৭৬ রান করে ৬ ধাপ এগিয়ে ষষ্ঠ স্থানে আছেন ভিরাট কোহলি। তবে ব্যাটারদের মধ্যে পিছিয়েছেন সাকিব, মুশফিকুর রহিম, রোহিত শর্মা ও শুভমান গিলরা। 

৮৯৯ রেটিং নিয়ে ব্যাটারদের মধ্যে সবার ওপরে যথারীতি জো রুট। অলরাউন্ডারদের মধ্যে সবার ওপরে ভারতের রবীন্দ্র জাদেজা। এদিকে, অলরাউন্ডারদের মধ্যে দুই ধাপ এগিয়ে ৫ নম্বরে মিরাজ।