গ্যাস লিকেজ থেকে আগুন /
মারা গেলেন স্বামী, স্ত্রী-সন্তানের অবস্থা আশঙ্কাজনক
রাজধানীর শুক্রাবাদের এক বাসায় গ্যাস লিকেজ থেকে সারা বাড়িতে আগুন ধরে যায়। এ ঘটনায় দগ্ধ মোহাম্মদ টোটন (৩৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। নিহত টোটনের স্ত্রী নিপা আক্তার (৩০) ও তাদের ছেলে মো. বায়জিদ (৩) এখনো চিকিৎসাধীন।
গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।উল্লেখ্য, গত শনিবার ভোর সাড়ে চারটার দিকে গ্যাস লিকেজ থেকে আগুন লাগে। এতে শিশু সন্তানসহ একই পরিবারের তিনজন দগ্ধ হন। পরে তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার