পুলিশের কাছে অভিযোগ করলেন পরিচালক রাজ
টালিউড পরিচালক রাজ চক্রবর্তী। কলকাতা পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন তিনি । হ্যাকারদের খপ্পরে পড়ে সাইবার অপরাধ দমন শাখায় অভিযোগ দায়ের করেন এ পরিচালক।
ভারতের এক সংবাদমাধ্যমের একটি প্রতিবেদন থেকে জানা যায়, রাজ চক্রবর্তীর একসঙ্গে তিনটি ফেসবুক প্রোফাইল হ্যাক হয়েছে। এগুলো হলো ব্যক্তিগত প্রোফাইল, ব্যক্তিগত পেজ এবং প্রযোজনা সংস্থার পেজ।
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
এ প্রসঙ্গে রাজ জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমের খুঁটিনাটি আমি নিজে বিশেষ একটা বুঝি না। সেগুলো দেখভালের জন্য আমার একটা বিশেষ দল রয়েছে। পেইজের নাম যে বদলে গিয়েছে, সেই নোটিফিকেশন সকলের কাছে যায়। এরপর সকাল থেকেই আমাকে অনেকে ফোন ও মেসেজ করে বিষয়টা জানান। তখন বুঝতে পারি ফেসবুক হ্যাকড হয়েছে।
আরও পড়ুন:
লরির ধাক্কায় পুলিশ সদস্য নিহত
রাজ আরও জানান, গত কয়েকদিন ধরে ফেসবুক প্রোফাইলের সমস্যায় ভুগছি। তখন বুঝতে পারিনি হ্যাকারদের নিশানায় আছি। এখন রাজ চক্রবর্তী লিখে সার্চ দিলে কোনো প্রোফাইল দেখাচ্ছে না। তাই আমাদের তরফে যা যা পদক্ষেপ নেয়া সম্ভব, আমরা নিয়েছি। এখন উত্তরের অপেক্ষায় রয়েছি। এ মুহুর্তে ক্যারিয়ারে বেশ ভালো সময় পার করছেন পরিচালক রাজ। দুর্গা পূজার আগেই স্টার জলসা টিভি চ্যানেলে আনছেন নতুন সিরিয়ালের ঝলক। আর এমন সময়ই সাইবার আক্রমণের শিকার হলেন পরিচালক।
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট