ইরানের হামলার আগে ইসরায়েলে গোলাগুলি, নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক
০১ অক্টোবর ২০২৪, ২৩:৪৭
শেয়ার :
ইরানের হামলার আগে ইসরায়েলে গোলাগুলি, নিহত ৪

ইরানের ব্যালিস্টিক মিসাইল হামলার আগে ইসরায়েলের রাজধানী তেল আবিবে গোলাগুলি হইছে। এ ঘটনায় সেখানে ৪ জন নিহত হয়েছে বলে জানিয়েছে ইসরালের পুলিশ। 

আজ মঙ্গলবার আল-জাজিরার খবরে বিষয়টি জানানো হয়। 

তবে ইসরায়েলি মিডিয়া এখন বলছে, সেই গোলাগুলিতে নিহতের সং্খ্যা এখন ৮. 

এদিকে, হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ ও লেবাননে অভিযান এবং তেহরানে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের সাবেক প্রধান ইসমাইল হানিয়ার হত্যার প্রতিশোধ হিসেবে ইসরায়েলে ব্যাপক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে ইরান। আজ তেহরানের স্থানীয় সময় সন্ধ্যায় ইসরায়েলের রাজধানী তেল আবিবসহ বিভিন্ন স্থানে ২০০টিরও বেশি ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র একসঙ্গে ছোড়া শুরু করে ইরান।

ইরানের ফারস বার্তা সংস্থার প্রতিবেদনে বলা হয়, ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি) এক বিবৃতিতে বলেছে, গত সপ্তাহে হিজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহ এবং এই বছরের শুরুতে হামাস নেতা ইসমাইল হানিয়াহকে হত্যার প্রতিক্রিয়া হিসেবে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে।