গুজব ছড়িয়ে পোশাক খাত অস্থিতিশীল করা হচ্ছে: শ্রম উপদেষ্টা

অনলাইন ডেস্ক
০১ অক্টোবর ২০২৪, ১৪:৩৪
শেয়ার :
গুজব ছড়িয়ে পোশাক খাত অস্থিতিশীল করা হচ্ছে: শ্রম উপদেষ্টা

শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, পরিকল্পিতভাবে শ্রমিক নিহত হওয়ার গুজব ছড়িয়ে তৈরি পোশাক খাত আবারও অস্থিতিশীল করা হচ্ছে।

আজ মঙ্গলবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা কমিটির সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। 

শ্রম উপদেষ্টা বলেন, যেসব গার্মেন্টস মালিক বেতন না দিয়ে শ্রমিকদের মধ্যে অসন্তোষ সৃষ্টি করছেন, তাদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।

তিনি বলেন, পরিকল্পিতভাবে শ্রমিক নিহত হওয়ার গুজব ছড়িয়ে তৈরি পোশাক খাত আবারও অস্থিতিশীল করা হচ্ছে। একজন পোশাক শ্রমিক নিহত হয়েছেন অনুপ্রবেশকারীর গুলিতে। তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।

তিনি আরও বলেন, সোমবার শিল্পাঞ্চলে আইনশৃঙ্খলা বাহিনী ধৈর্য্যের সঙ্গে কাজ করছিল। কিন্তু গুজবের ফলে অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা ঘটে। প্রথমে গুলি করেছে বহিরাগত একজন অনুপ্রবেশকারী সন্ত্রাসী। পরে আইনশৃঙ্খলা বাহিনী গুলি করতে বাধ্য হয়। এতে একজনের মৃত্যু হয়েছে। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে।