নেপালে বন্যা ও ভূমিধসে মৃত্যু বেড়ে ২০৯
নেপালে ভয়াবহ বন্যায় মৃতে সংখ্যা ২০০ ছাড়িয়েছে। এখন পর্যন্ত এই বন্যায় ২০৯ জনের মৃত্যুর সংবাদ পাওয়া গেছে। যা আরও বাড়তে পারে। গতকাল সোমবার সন্ধ্যায় এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
বার্তা সংস্থা রয়টার্স স্থানীয় কর্মকর্তাদের বরাতে জানিয়েছে, বন্যার কারণে কাঠমান্ডুতে যান চলাচল ও স্বাভাবিক কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। প্রাকৃতিক এই দুর্যোগে শুধুমাত্র রাজধানীতেই ৫৬ জনের মৃত্যু হয়েছে। তবে এখন বন্যার পানি কমতে শুরু করায় রাজধানী কাঠমান্ডুর আশপাশের এলাকাগুলোয় সোমবার অনুসন্ধান ও উদ্ধার কার্যক্রম জোরদার করা হয়।
আরও পড়ুন:
রোগীর পেটে জীবন্ত মাছি!
দুই দশকের বেশি সময়ের মধ্যে নেপালে এ বছর সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে। কাঠমান্ডু ও আশপাশের এলাকায় শনিবার সকাল পর্যন্ত ২৪০ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। ভারী বৃষ্টিতে কাঠমান্ডুর অনেক এলাকা প্লাবিত হওয়ার পাশাপাশি ভূমিধসের কারণে অনেক মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়। ফলে পুরো দেশ থেকে কাঠমান্ডু সাময়িকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়ে।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস