সাকিবকে সংবর্ধনা দিতে যে শর্ত দিল ভারত

স্পোর্টস ডেস্ক
০১ অক্টোবর ২০২৪, ১০:১৭
শেয়ার :
সাকিবকে সংবর্ধনা দিতে যে শর্ত দিল ভারত

দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ খেলার মাধ্যমে টেস্ট থেকে বিদায় নেওয়ার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ ক্রিকেটের অন্যতম সেরা তারকা সাকিব আল হাসান সাকিব। সেই হিসেবে আজ মঙ্গলবার বিদেশের মাটিতে কানপুর টেস্ট সাকিবের শেষ ম্যাচ।

তবে দেশে ৫ আগস্ট পরবর্তী সময়ে অনেকের চোখেই রাজনৈতিক সংশ্লিষ্টতার কারণে ভিলেনে পরিণত হয়েছেন সাকিব আল হাসান। তার নামে হত্যা মামলা দায়ের হয়েছে। এ অবস্থায় সাকিবের নিরাপত্তার দায় নিতে নারাজ বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দেশের মাটিতে খেলার সুযোগ না পেলে আজই সাকিবের শেষ ম্যাচ।

এমন অবস্থায় সাকিবকে বিদায়ী সংবর্ধনা দিতে রাজি ভারতের ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। তবে এজন্য বিসিসিআইয়ের পক্ষ থেকেও আছে শর্ত।

বিসিসিআই চায় নিশ্চয়তা। বাংলাদেশের অলরাউন্ডার যদি নিশ্চিত করেন, কানপুরেই তার শেষ। কেবল সেক্ষেত্রেই সাকিবকে বিদায়ী সংবর্ধনা দেবে ভারত। বিসিসিআই সহ সভাপতি রাজিব শুক্লা জানিয়েছেন সাকিব স্পষ্ট বার্তা দিলে তারা কানপুরেই বিদায়ী অনুষ্ঠান করতে চান। আর সেজন্য সময় বাকি আছে কেবল আজকের দিনটাই। চলমান টেস্টে আজই শেষ হচ্ছে। আর সাকিব দেশে না এলে আজকেই টেস্ট ক্যারিয়ারে সাকিবের শেষদিন।

সাকিবের বিদায়ী অনুষ্ঠানের জন্য তামিম ইকবালের সঙ্গেও কথা বলেছেন রাজিব শুক্লা। জানতে চেয়েছেন সাকিবের অবসর ঘোষণার সার্বিক অবস্থা, ‘গতকাল তামিম ইকবালও আমাকে এটাই বলছিল। সে যদি সিদ্ধান্ত পরিবর্তন করে। এবং বাংলাদেশে না যায় তাহলে তাকে আমাদের জানাতে হবে। আনুষ্ঠানিকভাবে আমরা জানলে আমরা কোনো কিছু পরিকল্পনা করতে পারব না।’