কারাগার থেকে পালানো মৃত্যুদণ্ডের আসামি গ্রেপ্তার
কাশিমপুর হাই-সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে পালিয়ে যাওয়া মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব। তার নাম তোফা মোল্লা।
গতকাল সোমবার রাতে তাকে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে গ্রেপ্তার করে র্যাব-২।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
বিষয়টি নিশ্চিত করে র্যাবের মিডিয়া বিভাগ থেকে জানানো হয়েছে, গত ৬ আগস্ট কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে পালিয়ে যান তোফা। তিনি মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি।
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?
র্যাব জানায়, কারাগার থেকে পালানোর পর তিনি আত্মগোপনে ছিলেন। মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।