প্রতিরোধের ডাক হিজবুল্লাহর
আকাশ নৌ ও স্থল হামলার প্রস্তুতি ইসরায়েলের
লেবাননে সর্বাত্মক যুদ্ধের প্রস্তুতি নিয়েছে ইসরায়েল। কয়েক দিন থেকে আকাশপথে হামলা করে আসছে ইসরায়েল। এর ধারাবাহিকতায় এবার স্থল ও নৌপথে আক্রমণের প্রস্তুতি নিয়েছে তারা। অন্যদিকে ইসরায়েলের সব ধরনের আক্রমণ প্রতিরোধের ঘোষণা দিয়েছে লেবানের রাজনৈতিক ও সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। খবর আল জাজিরা।
ইসরায়েলের হামলায় গত শুক্রবার নিহত হন হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহ। তার সঙ্গে আরও বেশ কয়েকজন শীর্ষনেতা নিহত হয়েছেন। গতকাল পর্যন্ত হিজবুল্লাহ দলীয় প্রধানের নাম ঘোষণা করেনি। তবে গতকাল সোমবার গোষ্ঠীটির উপপ্রধান নাঈম কাসেম সর্বাত্মক প্রতিরোধের ডাক দিয়েছেন। একই সঙ্গে শিগগিরই গোষ্ঠীটির প্রধানের নামও ঘোষণা করা হবে বলে জানান তিনি। ইসরায়েল তার লক্ষ্য অর্জন করতে পারবে না মন্তব্য করে ভিডিওবার্তায় নাঈম কাসেম বলেন, ‘আমরা যে কোনো পরিস্থিতি মোকাবিলা করব। ইসরায়েল যদি স্থলপথে আগ্রাসনের সিদ্ধান্ত নেয়, আমরাও প্রস্তুত আছি। প্রতিরোধ বাহিনীগুলো স্থল হামলা মোকাবিলায় প্রস্তুত রয়েছে।’ হিজবুল্লাহর উপপ্রধান বলেন, অভ্যন্তরীণ প্রক্রিয়া অনুসরণ করে শিগগির নতুন নেতা নিয়োগ দেওয়া হবে। নতুন নেতা নির্বাচনের বিষয়টি স্পষ্ট। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু বলেননি তিনি।
নাঈম কাসেম আরও বলেন, ইসরায়েল লেবাননের সর্বত্র হত্যাযজ্ঞ চালাচ্ছে। এমন কোনো বাড়ি নেই যেখানে ইসরায়েলের আগ্রাসনের ছাপ পড়েনি। তিনি বলেন, ইসরায়েল বেসামরিক লোকজন, শিশু, বয়োবৃদ্ধ, অ্যাম্বুলেন্সের ওপরও হামলা চালাচ্ছে। তারা যোদ্ধাদের সঙ্গে লড়ছে না; বরং হত্যাযজ্ঞ চালাচ্ছে।
‘ইরান যুদ্ধ চায় না, যুদ্ধকে ভয়ও করে না’
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস
ইসরায়েলের কোনো ‘অপরাধমূলক কর্মকাণ্ডে’র জবাব ছাড়া থাকবে না ইরান। গতকাল সোমবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানআনি বলেন, হিজবুল্লাহ প্রধান ও লেবাননে ইরান গার্ডের এক ডেপুটি কমান্ডার হত্যার প্রতিশোধ নেবে তারা। লেবাননে হিজবুল্লাহ এবং ইয়েমেনে হুথি গোষ্ঠীর বিরুদ্ধে ইসরায়েল আক্রমণ জোরদার করায় মধ্যপ্রাচ্যে লড়াই নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার এবং ইরান ও ইসরায়েলের মিত্র যুক্তরাষ্ট্রের এতে জড়িয়ে পড়ার আশঙ্কা বেড়েছে। সাপ্তাহিক সংবাদ সম্মেলনে কানআনি বলেন, আমরা দৃঢ়ভাবে অবস্থান নিয়েছে। এমনভাবে কাজ করব যাতে শত্রু অনুতপ্ত হয়।
বৈরুতে মার্কিন বোমার ব্যবহার : সিনেটর
লেবাননের বৈরুতে হিজবুল্লাহ নেতা হাসান নাসরাল্লাহকে হত্যায় ইসরায়েল যে বোমা ব্যবহার করেছিল তা যুক্তরাষ্ট্রের তৈরি বলে জানিয়েছেন এক মার্কিন সিনেটর। গত রবিবার এনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন সিনেটর মার্ক কেলি বলেন, যুক্তরাষ্ট্রের তৈরি গাইডেড বোমার আঘাতে হিজবুল্লাহপ্রধান নিহত হন।
আরও পড়ুন:
ন্যাটোর বিরুদ্ধে নয়া ছক পুতিনের
পাকিস্তানে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ
হিজবুল্লাহ নেতা হাসান নাসরাল্লাহর হত্যার প্রতিবাদে পাকিস্তানের দক্ষিণাঞ্চলীয় শহর করাচিতে ব্যাপক বিক্ষোভ হয়েছে। গত রবিবার বিক্ষোভকারীরা মার্কিন কনস্যুলেটে পৌঁছানোর চেষ্টা করলে পুলিশ তাতে বাঁধা দেয়। এ সময় বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে পাথর ছুড়ে মারলে ব্যাপক সংঘর্ষ ছড়িয়ে পড়ে।