‘আমাদের দুজনকে একসাথে মাটি দিয়েন’

নারায়ণগঞ্জ প্রতিনিধি
৩০ সেপ্টেম্বর ২০২৪, ২৩:৪৩
শেয়ার :
‘আমাদের দুজনকে একসাথে মাটি দিয়েন’

নারায়ণগঞ্জ যুবক-যুবতীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার রাতে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ২ নম্বর ওয়ার্ডের মিজমিজি দশপাইপ এলাকার ডাম্পিং সংলগ্ন থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।

নিহত যুবকের নাম মো. শফিকুল ইসলাম (২৭)। তিনি সিদ্ধিরগঞ্জের মিজমিজি পশ্চিম পাড়ার বাসিন্দা ছিলেন। তবে নিহত নারীর পরিচয় পাওয়া যায়নি।

সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) সালাম জানান, ‘সোমবার রাতে জাতীয় জরুরি সেবা নম্বর-৯৯৯-এ ফোন পেয়ে রাত ৯টায় ঘটনাস্থলে আসি। নিহতদের লাশ উদ্ধার করি। এসময় নারীটির ওড়নায় পেচানো একটি চিরকুট পাওয়া যায়। সেখানে লিখা ছিল, ‘‘আসসালামু আলাইকুম আপনাদের সমাজের সবার কাছে আমাদের দুজনকে একসাথে মাটি দিয়েন’’।’

এসআই বলেন, ‘এ থেকে ধারণা করা হচ্ছে তাদের দুজনের মধ্যে প্রেমঘটিত কোনো সম্পর্ক ছিল। পারিবারিক কোনো কারণে হয়তো তারা আত্মহত্যা করে থাকতে পারে। তবে ময়নাতদন্তের পর মৃত্যুর আসল কারণ জানা যাবে।’