শ্রীপুরে শ্রমিকলীগ নেতা গ্রেপ্তার
গাজীপুরের শ্রীপুরে শ্রমিকলীগের আহ্বায়ক মারুফ শেখ মুক্তারকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়। এর আগে, গত শনিবার রাতে স্থানীয় কয়েক যুবক তাকে ধরে পুলিশে সোপর্দ করে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জয়নাল আবেদীন মণ্ডল বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার মারুফ উপজেলার বরমী ইউনিয়নের ঠাকুরতলা গ্রামের বারেক মিয়ার ছেলে। তিনি বরমী ইউনিয়ন পরিষদে দুই নম্বর ওয়ার্ডের মেম্বার ও ওই ইউনিয়ন শ্রমিকলীগের আহ্বায়ক।
পারিবারিক সূত্রে জানা যায়, রাজনৈতিক পট পরিবর্তনের পর মারুফ অনেকটাই চাপে ছিলেন। বিভিন্ন হুমকির মুখে ইউনিয়ন পরিষদে যেতে পারেননি। গত শনিবার রাতে কয়েক যুবক তাকে শালিশের কথা বলে বাড়ি থেকে ডেকে নেয়। পরে তাকে কাওরাইদ এলাকায় নিয়ে নির্যাতন করা হয়। পরে তাকে রাতে শ্রীপুর থানায় সোপর্দ করা হয়।
মারুফের বোন রৌশনারা বলেন, ‘আমরা ভাইয়ের বিরুদ্ধে কোনো মামলা নেই। গত শনিবার রাতে কতক যুবক তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে মারধর করে থানায় দেয়। খবর পেয়ে আমরা রবিবার দিনভর চেষ্টা করেও তাকে ছাড়িয়ে আনতে পারিনাই। আজ তাকে আদালতে সোপর্দ করা হয়।’
এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জয়নাল আবেদীন মণ্ডল জানান, মারুফকে স্থানীয়রা ধরে থানায় সোপর্দ করে। তাকে কার্যবিধি ১৫১ ধারায় আদালতে সোপর্দ করা হয়েছে।