পীরগঞ্জে হাঁটু পানি ভেঙে স্কুলে আসছে শিক্ষার্থীরা, ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার জাবরহাট ইউনিয়নে ভারী বর্ষণে হাটপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, ফাজিল মাদ্রাসা, হাইস্কুল এবং বিএম কলেজের মাঠে হাঁটু পানি জমেছে। এতে ভোগান্তিতে পড়েছে শতাধিক শিক্ষার্থীসহ এলাকাবাসী।
হাটপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসিরুল ইসলাম জানান, একই মাঠে হাটপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, হাটপাড়া ফাজিল মাদ্রাসা, এসকে হাইস্কুল এবং বিএম কলেজসহ চারটি প্রতিষ্ঠান অবস্থিত। মাঠটির পূর্বে করনাই-বৈরচুনা পাকা সড়ক। পশ্চিমে হাটপাড়া-চন্দরিয়া পাকা সড়ক। উত্তরে হাটপাড়া ফাজিল মাদ্রাসা। দক্ষিণে হাটপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, এসকে হাইস্কুল ও বিএম কলেজ এবং হাটপাড়া কৃষি ডিপ্লোমা ইন্সটিটিউট।
মাঠের পানি নিষ্কাশনের জন্য তেমন কোনো ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই মাঠে পানি জমে যায়। কয়েক দিনে টানা ভারী বর্ষণে মাঠটিতে হাঁটু পানি জমেছে। এতে করে এ চারটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় শতাধিক শিক্ষার্থী সমস্যায় পড়েছে।
তিনি জানান, হাঁটু পানি ভেঙে শিক্ষার্থীদের স্কুলে আসতে হচ্ছে। বিশেষ করে প্রাইমারী স্কুলে শিক্ষার্থীরা বেশি সমস্যায় পড়েছে। পানি ভেঙে স্কুলে আসতে কাপড় চোপড়ের পাশাপাশি বই খাতাও ভিজে নষ্ট হচ্ছে। অনেকই স্কুলে আসতে চায় না। এতে স্কুলে উপস্থিতি কম হচ্ছে। শিক্ষা প্রতিষ্ঠানে আসতে শিক্ষক-কর্মচারীদের সমস্যায় পরতে হচ্ছে।
হাটপাড়া এলাকার বাসিন্দা রেজাউল করিম, রায়হান ও শরিফুল ইসলাম জানান, মাঠে পানি জমে থাকায় শিক্ষার্থীদের সমস্যা হচ্ছে। মাঠটির দক্ষিণ-পূর্ব কোণে বেশ কিছু বাড়ি আছে। তাদেরও চলাচল করতে চরম সমস্যা হচ্ছে। আমরা এটার প্রতিকার চাই।
জাবরহাট ইউনিয়নের চেয়ারম্যান জিয়াউল ইসলাম জিয়া বলেন, ‘ঐ মাঠে দীর্ঘ দিন ধরে পানি জমে থাকে, সমাধানের জন্য উপজেলা প্রশাসনসহ বিভিন্ন দপ্তরে যোগাযোগ করা হয়েছে।’
উপজেলা শিক্ষা অফিসার হাবিবুল ইসলাম বলেন, ‘স্কুল মাঠে পানি জমে থাকলে সবার সমস্যা। সমাধানের জন্য উদ্যোগ নেওয়া হবে।’
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার রমিজ আলম বলেন, ‘বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে জলাবদ্ধতার খবর পেয়েছি, বরাদ্দ পেলেই ঐ বিদ্যালয়ে মাটি ভরাটের ব্যবস্থা গ্রহণ করা হবে।’